ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পদ্মায় ফের বাড়ছে পানি ॥ বন্যার কবলে রাজশাহীর ২০ হাজার মানুষ

প্রকাশিত: ১৬:৩৯, ২৮ সেপ্টেম্বর ২০২০

পদ্মায় ফের বাড়ছে পানি ॥ বন্যার কবলে রাজশাহীর ২০ হাজার মানুষ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ আবরো বন্যার কবলে পড়েছেন রাজশাহীর বাগমারা উপজেলার ২০ হাজার মানুষ। অতিরিক্ত বৃষ্টির কারণে পানি বাড়ায় উপজেলার সাতটি ইউনিয়নের মানুষ গত এক সপ্তাহের বেশী সময় ধরে পানিবন্দী হয়ে পড়েছেন। বন্যার কারণে অনেকে বাড়িঘর ছেড়ে উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন। এদিকে রাজশাহীর পদ্মা নদীতে আবারো পনি বাড়তে শুরু করেছে। রাজশাহী পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহের প্রবল বৃষ্টির কারণে রাজশাহীতে বন্যা দেখা দিয়েছে। বাগমারা উপজেলার গনিপুর, বাসুপাড়া, কাচারী কোয়ালীপাড়া, দ্বীপপুর, বড়বিহানালী, ঝিকরা ও যোগীপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে পানি ঢুকে পড়েছে। স্থানীয়রা জানান, বন্যার পানিতে কোটি কোটি টাকার পানবরজ ডুবে গেছে। হাজার হাজার একর পাকা ধান, পাট ও সবজি ক্ষেত বন্যায় ভেসে গেছে। ভেসে গেছে শত শত পুকুরের মাছ। মানুষ ঘরবাড়ি ছেড়ে উঁচু জায়গায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন। গৃহপাালিত পশু নিয়েও বিপাকে পড়েছেন তারা। উপজেলার গনিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জু বলেন, বন্যায় কি পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। বন্যা কবলিত এলাকায় সব সময় নজর রাখছি আমরা। বানভাসি মানুষের খোঁজখবর নিচ্ছি। সরকারের ঊর্ধ্বতন মহলকেও অবহিত করেছি। বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফ আহম্মেদ বলেন, বৃষ্টির কারণেই বন্যার প্রার্দুভাব দেখা দিয়েছে। বৃষ্টি কমে গেলে দ্রুত বন্যার পানি নেমে যাবে। বন্যা কবলিত এলাকা পরিদর্শন শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে উজানের ঢলে রাজশাহীর পদ্মায় আবার পানি বাড়তে শুরু করেছে। গত কয়েকদিনে পদ্মায় প্রায় ১ মিটার পানি বেড়েছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, গত ২২ সেপ্টেম্বর পদ্মায় পানির উচ্চতা ছিলো ১৫ দশমিক ৬২ মিটার। সোমবার তা বেড়ে দাঁড়ায় ১৬ দশমিক ২১ মিটার। অর্থাৎ বিপদসীমার দুই দশমিক ২৯ মিটার নিচ দিয়ে পদ্মার পানি প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, গত দুইদিনে পদ্মার পানি বেড়েছে ৪১ সেন্টিমিটার। পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার এনামুল হক জানান, সারাদেশের অন্যান্য নদীর মতো রাজশাহীতে পদ্মার পানিও বাড়ছে। প্রধানত ভারত থেকে নেমে আসা উজানের ঢলের পানিতে পদ্মায় পানি বাড়ছে।
×