ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রানের ঝড় তুলে জিতল রাজস্থান

প্রকাশিত: ০০:২৫, ২৮ সেপ্টেম্বর ২০২০

রানের ঝড় তুলে জিতল রাজস্থান

জনকণ্ঠ ডেস্ক ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) দুর্দান্ত জয় পেয়েছে রাজস্থান রয়্যালস। স্যামসন, স্মিথ ও তেওয়াতিয়ার হাফ সেঞ্চুরির সুবাদে প্রতিপক্ষ কিংস ইলেভেন পাঞ্জাবকে ৪ উইকেটে হারিয়েছে তারা। বিশাল রান তাড়া করতে নেমে বেগ পেতে হয়নি রাজস্থান রয়্যালসকে। বরং হেসে খেলেই জিতেছে তারা। দলের তিন মারকুটে ক্রিকেটারের দায়িত্বশীল ব্যাটিংয়ের সুবাদে সহজেই জয়ের বন্দরে পৌঁছায় রাজস্থান। সর্বোচ্চ ৮৫ রান করেন সাঞ্জু স্যামসন। এছাড়া রাহুল তেওয়াতিয়া ৫৩ ও স্টিভেন স্মিথ ৫০ রান করেন। টস হেরে ব্যাট করতে নেমে পাঞ্জাবের দুই ওপেনার গড়েন ১৮৩ রানের বিশাল জুটি। এবারের আইপিএলে এটা সবচেয়ে বড় জুটির রেকর্ড। ১৮৩ রানের মাথায় ৬৯ রান করে আউট হন লোকেশ রাহুল। ৫৪ বলে ৭টি বাউন্ডারি আর ১ ছক্কায় এই রান করেন তিনি। ৫০ বলে ১০৬ রানের টর্নেডো ইনিংস খেলেন মায়াঙ্ক আগরওয়াল। ১০টি বাউন্ডারির সঙ্গে ৭টি ছক্কার মার মারেন তিনি। এছাড়া ম্যাক্সওয়েল করেন ৯ বলে ১৩ রান এবং নিকোলাস পুরান ৮ বলে করেন ২৫ রান। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২২২ রান করে পাঞ্জাব। রাজস্থানের হয়ে একটি করে উইকেট নেন অঙ্কিত রাজপুত ও টম কুরান। সংক্ষিপ্ত স্কোর : কিংস ইলেভেন পাঞ্জাব : ২০ ওভরে ২২২/২ (আগারওয়াল ১০৬, রাহুল ৬৯, পুরান ২৫; অঙ্কিত ১/৩৯, কুরান ১/৪৪) রাজস্থান রয়্যালস : ১৯.৩ ওভারে ২২৬/৬ (স্যামসন ৮৫, তেওয়াতিয়া ৫৩, স্মিথ ৫০; শামি ৩/৫৩) ফল : ৪ উইকেটে জয়ী রাজস্থান
×