ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বশেমুরকৃবি’তে ৩দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

প্রকাশিত: ১৯:২০, ২৭ সেপ্টেম্বর ২০২০

বশেমুরকৃবি’তে ৩দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) তিনদিন ব্যাপী বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) প্রশিক্ষণ এবং আন্তঃ চুক্তি কর্মশালা ২০২০-২১ শীর্ষক শুরু হয়েছে। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নের অংশ হিসেবে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। রবিবার বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াস উদ্দীন মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মশালার উদ্বোধন করেন। প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ ও জুম এর মাধ্যমে বাংলাদেশে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সচিব ড. ফেরদৌস জামান বিশেষ অতিথি হিসেবে এবং সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন। বিশ^বিদ্যালয়ের সেমিনার কক্ষে এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. জালাল উদ্দিন আহমেদ। আয়োজকগণ জানান, কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানো, ফলাফলধর্মী কর্মকান্ডে উৎসাহ দেওয়া ও কর্মকৃতি মূল্যায়নের লক্ষ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির অন্তর্ভূক্ত কার্যক্রমসমূহ বাস্তবায়নের নিমিত্তে বিশ্ববিদ্যালয়ের দপ্তর/শাখাসমূহকে দায়িত্ব প্রদান করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদীয় ডীন, বিভাগীয় প্রধানগণ, পরিচালকবৃন্দ, প্রক্টর ও প্রভোস্টবৃন্দ অংশগ্রহণ করেন।
×