ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ ॥ নিহত ও আহত ৩৮ পরিবারের মাঝে ৫ লাখ টাকা করে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ

প্রকাশিত: ১৯:১৫, ২৭ সেপ্টেম্বর ২০২০

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ ॥ নিহত ও আহত ৩৮ পরিবারের মাঝে ৫ লাখ টাকা করে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবারের স্বজনদের হাতে প্রধামন্ত্রীর অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে নিহত ও আহত স্বজনদের হাতে এই অনুদানের চেক তুলে দেয়া হয়। বিস্ফোরণের ঘটনায় নিহত ৩৪ জন এবং আহত ৪ জনসহ মোট ৩৮ জনকে পাচঁ লাখ টাকা করে মোট ১ কোটি ৯০ লাখ টাকার অুনদান প্রদান করা হয়। জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একে এম শামীম ওসমান, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক প্রমুখ। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ একেএম শামীম ওসমান বলেন, করোনাকালিন দুর্যোগ ও মহামারি আমাদের বুঝিয়ে দিয়েছে আমাদের কোন শক্তি বা ক্ষমতা নেই। কিন্তু তারপরও আমরা সংশোধন হচ্ছিনা। এই দুর্যোগের সময়ও কিছু মানুষ অনিয়মকে নিয়মে পরিণত করেছে। সারাদেশে অসাধু ব্যক্তিরা অনিয়মকে নিয়মে পরিণত করে ফায়দা হাসিল করছে। রাষ্ট্রের একার পক্ষে এই অনিয়ম রোধ করা সম্ভব নয়। যদি আমরা সবাই মিলে প্রতিরোধ গড়ে না তুলি। তিনি বলেন, এই করোনা কালিন সময়ে চুরি হচ্ছে। ব্যবসা করা এক জিনিস আর ধান্ধা করা আরেক জিনিস। তিনি বলেন, মসজিদে বিস্ফোরণে যারা নিহত হয়েছেন হাদিস কোরআন অনুযায়ী তারা শহীদের দরজা পেয়েছেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চেয়ে বলেন, আরেকটি ১৫ আগষ্টের মতো ভয়াবহ ঘটনা ঘটানোর জন্য দেশে বিদেশে ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি বলেন, ষড়যন্ত্রকারিরা যদি সফল হয়ে যায় তবে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়ে দেশকে ১শ’ বছর পিছিয়ে দেয়া হয়েছিলো। কিন্তু বাংলাদেশকে যিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন তাকে হারালে বা তার ক্ষতি হলে আগামী প্রজন্ম অন্ধকারে চলে যাবে। শামীম ওসমান নিহত ও আহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের পাশে আছেন। এই জন্য তিনি আপনাদের অনুদান প্রদান করছেন। আমাদের সাধ্যমতো আপনাদের পাশে থাকবো। উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে এশার নামাজের সময় বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ৩৪ নিহত হয়েছেন। এছাড়াও ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাষ্টিক সার্জারি ইনস্টিটিউটে বিস্ফোরণের দগ্ধ আরো জন চিকিৎসাধীন রয়েছেন। ইতোমধ্যে চিকিৎসা নিয়ে আহত দুইজন এলাকায় ফিরেছেন।
×