ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বরিশালে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

প্রকাশিত: ১৮:৪৩, ২৭ সেপ্টেম্বর ২০২০

বরিশালে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বিলম্বে মাদ্রাসায় আসায় আট বছরের এক শিশু ছাত্রকে পিটিয়ে গুরুত্বর আহত করেছে শিক্ষক। এ ঘটনায় আজ রবিবার সকালে থানায় মামলা দায়ের করেছে নির্যাতিত শিশুর পিতা বাচ্চু হাওলাদার। ওইদিন দুপুরে পুলিশ অভিযুক্ত শিক্ষক হাফেজ মোঃ শরিফুল মাহমুদকে (২৪) গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করেছেন। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার হোসনাবাদ মদিনাতুন উলুম নূরানী হাফেজী মাদ্রাসার। এজাহারের বরাত দিয়ে থানার ওসি (তদন্ত) তৌহিদুজ্জামান জানান, মুলাদী উপজেলার মিয়ারচর গ্রামের বাচ্চু হাওলাদারের আট বছরের শিশু পুত্র ইয়াসিন হাওলাদার ওই মাদরাসার নাজেরা আবাসিক বিভাগের ছাত্র। মাদরাসার বেতন আনার জন্য ইয়াসিন বৃহস্পতিবার ক্লাশ শেষে ছুটি নিয়ে বাড়িতে যায়। শুক্রবার বিরামহীন বৃষ্টি ও তার (ইয়াসিন) পিতা টাকা জোগার করতে না পারায় মাদরাসায় আসতে পারেনি। শনিবার দুপুরে ইয়াসিন মাদরাসায় আসলে শিক্ষক হাফেজ শরিফুল মাহমুদ গাব গাছের লাঠি দিয়ে এলোপাথারিভাবে পিঠিয়ে গুরুত্বর আহত করে। এসময় শিশুটির চিৎকারের স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে। মারধরের ব্যাপারে থানা হাজাতে বসে হাফেজ মোঃ শরিফুল মাহমুদ বলেন, ইয়াসিন প্রায়ই ক্লাশ বন্ধ দিয়ে বাড়ি যায়। ইয়াসিনের দেখাদেখি অন্য শিশুরা নষ্ট হয়ে যাচ্ছিলো। তাই তাকে (ইয়াসিন) শাসন করা হয়েছে।
×