ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে বিকাশ এজেন্টেকে কুপিয়ে ১লাখ ৮৫ হাজার টাকা ছিনতাই

প্রকাশিত: ১৬:৩৩, ২৭ সেপ্টেম্বর ২০২০

মাদারীপুরে বিকাশ এজেন্টেকে কুপিয়ে ১লাখ ৮৫ হাজার টাকা ছিনতাই

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ মাদারীপুরে বিকাশ এজেন্টেসহ দুইজনকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে ১ লাখ ৮৫ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ৯টার দিকে সাধুর ব্রীজ-কুনিয়া গ্রামীণ সড়কের রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের মাছচর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে গিয়ে তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা হাসপাতালে নিয়ে ভর্তি করেছে। আহতরা হলেন মাছচর গ্রামে মোতালেব খালাসীর ছেলে কবির খালাসী (৩০) ও এলেম ঢালীর ছেলে ইলিয়াস ঢালী (৩৫)। প্রত্যক্ষদর্শী ও আহত ব্যক্তিরা জানান, শনিবার রাতে রাজৈর উপজেলার সাধুরব্রীজ এলাকার দোকান বন্ধ করে বিকাশ এজেন্ট ইলিয়াস মোটর সাইকেলযোগে চালক কবিরকে নিয়ে বাড়ি ফিরছিল। এসময় বাড়ির কাছাকাছি গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা ৮/১০ জন দুর্বৃত্ত বেড় জাল দিয়ে মোটর সাইকেলটি আটকে ধরে। পরে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে দুইজনকে কুপিয়ে নগদ ১লাখ ৮৫ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় রাতেই দুইজনকে রাজৈর উপজেলা হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। রাজৈর থানার অফিসার ইন-চার্জ (ওসি) শেখ সাদি সাংবাদিকদের বলেন, “পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান চলছে। ঘটনাস্থল ও হাসপাতাল দুটি স্থানেই পুলিশ পরির্দশন করেছে।”
×