ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হোটেল ছেড়ে একাডেমিতে ক্রিকেটাররা

প্রকাশিত: ২৩:৫৪, ২৭ সেপ্টেম্বর ২০২০

হোটেল ছেড়ে একাডেমিতে ক্রিকেটাররা

স্পোর্টস রিপোর্টার ॥ শনিবার দলগত অনুশীলনের শেষদিন। শ্রীলঙ্কা সফর নিশ্চিত হলে আজই রওনা হওয়ার কথা ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। কিন্তু এখনও সেই সফরের নিশ্চয়তা পাওয়া যায়নি। তাই অনুশীলন শেষ হওয়ার পরই হোটেল ছাড়ছেন ক্রিকেটাররা। কারণ ৩ দিনের অনুশীলন বিরতি দেয়া হয়েছে। এ সময় স্কিল ক্যাম্পে ডাক পাওয়া ২৭ ক্রিকেটার থাকবেন মিরপুর একাডেমি ভবনে। আর যাদের রাজধানী ঢাকায় নিজ বাসা আছে তারা সেখানেও থাকতে পারবেন। কিন্তু বিরতির এই সময়ও প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো, পেস বোলিং কোচ ওটিস গিবসন, ফিল্ডিং কোচ রায়ান কুক, ট্রেনার নিকোলাস ট্রেভর লি ও ফিজিও জুলিয়ান ক্যালেফাতো হোটেলেই থাকবেন। ২০ সেপ্টেম্বর সকালে ক্রিকেটাররা টিম হোটেলে উঠেছিলেন এবং জৈব সুরক্ষা বলয়ের অধীনে অনুশীলন করেছেন শনিবার পর্যন্ত। দলগত সেই অনুশীলন আপাতত শেষ হওয়ায় জৈব সুরক্ষা বলয় থাকছে না। তাই তারা হোটেল ত্যাগ করছেন। এ কদিন বিসিবির দেয়া নির্দেশনা মেনে চলতে হবে তাদের। এমনকি একক অনুশীলনও করতে পারবেন তারা। ৩০ সেপ্টেম্বর আবারও হোটেলে উঠতে পারেন ক্রিকেটাররা। কারণ ১ অক্টোবর থেকে আবারও দলীয় অনুশীলন শুরু হতে পারে। তবে পুনরায় হোটেলে ওঠার আগেই সব ক্রিকেটারের আবার করোনা টেস্ট হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক ডাঃ দেবাশীষ চৌধুরী।
×