ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম নগর উন্নয়ন পরামর্শক কমিটির প্রথম সভা

প্রকাশিত: ২৩:৪৩, ২৭ সেপ্টেম্বর ২০২০

চট্টগ্রাম নগর উন্নয়ন পরামর্শক কমিটির প্রথম সভা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম মহানগরীর উন্নয়নে গঠিত ১৭ সদস্যের পরামর্শক কমিটির প্রথম সভা শনিবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। নান্দনিক, পরিবেশবান্ধব ও উন্নত চট্টগ্রাম নগর গড়তে বিশিষ্টজনদের পরামর্শ গ্রহণ উপলক্ষে ১৭ সদস্যের এ পরামর্শক কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন চসিক প্রশাসক। এছাড়া নগর উন্নয়ন কাজকে বেগবান করার জন্য পরামর্শক কমিটির মতামত নেয়া হবে। দুপুরে অনুষ্ঠিত কমিটির এ সভায় প্রশাসক খোরশেদ আলম সুজন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব বিনিয়োগকারীকে বলছেন, ‘আপনারা আসেন। তিনি বিনিয়োগের সুবিধার জন্য কর্ণফুলী নদীর তলদেশে টানেল করছেন। চট্টগ্রাম থেকে ঘুমধুম পর্যন্ত রেললাইন যাচ্ছে। এটা পরবর্তীতে মিয়ানমার হয়ে চীনের সঙ্গে যুক্ত হবে। তখন দেশের অর্থনীতির বিশাল স্বর্ণদুয়ার খুলে যাবে। বে-টার্মিনাল চালু হলে ভারত, নেপাল, ভুটান, তিব্বত প্রভৃতি দেশ মাল্টিলেবেল কানেক্টিভিটির মাধ্যমে বন্দরকে ব্যবহার করতে পারবে।’
×