ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বজ্রপাতে তিন জনের মৃত্যু

প্রকাশিত: ২৩:৪২, ২৭ সেপ্টেম্বর ২০২০

বজ্রপাতে তিন জনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২৬ সেপ্টেম্বর ॥ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের নেকমরদ দুর্লভপুর গ্রামে শনিবার বিকেলে বজ্রপাতে অন্তত দু’জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক যুবককে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মৃত দু’জনের নাম রনি (১০) ও আলিম (১৯)। আহত ব্যক্তির নাম আব্দুর রউফ (২৫) বলে জানা গেছে। স্থানীয়রা জানান, নাসিরুল ইসলামের পুত্র রনি, আবুল কালাম আজাদের পুত্র আলিম ও সিরাজুল ইসলামের পুত্র আব্দুর রউফ বিলে মাছ ধরতে এবং মাঠে ঘাস কাটতে যায়। অপরজনকে গুরুতর আহত অবস্থায় প্রথমে রাণীশংকৈল হাসপাতালে ও পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরিবারের লোকজন জানায় আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। এদিকে নেত্রকোনা থেকে সংবাদদাতা জানান, দুর্গাপুর উপজেলার শশারপাড় এলাকায় বজ্রপাতে এক নারী শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম মুক্তা আক্তার (১৫)। সে কুল্লাগড়া ইউনিয়নের ভুলিপাড়া গ্রামের শহীদ মিয়ার মেয়ে এবং স্থানীয় রানীখং উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী।
×