ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মুক্তিযুদ্ধের সংগঠক ময়েজউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ২৩:৪০, ২৭ সেপ্টেম্বর ২০২০

মুক্তিযুদ্ধের সংগঠক ময়েজউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার ॥ স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহত বিশিষ্ট রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধের সংগঠক শহীদ ময়েজউদ্দিনের ৩৬তম মৃত্যুবার্ষিকী আজ ২৭ সেপ্টেম্বর রবিবার। ১৯৮৪ সালের এই দিনে স্বৈরাচার পতন ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দেশব্যাপী ২২ দল আহুত হরতাল চলাকালে মিছিলে নেতৃত্ব দেয়ার সময় এরশাদ সরকারের লেলিয়ে দেয়া সন্ত্রাসীদের গুলিতে তিনি নিহত হন। ময়েজউদ্দিন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকির পিতা। ময়েজউদ্দিনের মৃত্যুবার্ষিকীতে রাজধানী ঢাকা ও তার জন্মস্থান গাজীপুর জেলার কালিগঞ্জে আজ বিভিন্ন কর্মসূচী পালন করা হবে বলে মেহের আফরোজ চুমকি এমপি জানিয়েছেন। কর্মসূচীর মধ্যে রয়েছে- সকাল সাড়ে ৯টায় বনানী কবরস্থানে শহীদ ময়েজউদ্দিনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, বেলা ১১টায় গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলা সদরে আওয়ামী লীগ কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল, দুপুর ১২টায় কালিগঞ্জ উপজেলা পরিষদের ময়েজউদ্দিন স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন, দুপুর সাড়ে ১২টায় কালিগঞ্জে শহীদ ময়েজউদ্দিন সেতু সংলগ্ন মেহের আফরোজ চুমকি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দোয়া মাহফিল ও দরিদ্রভোজ, দুপুর ১টায় নোয়াপাড়া শহীদ ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া মাহফিল এবং কালিগঞ্জ উপজেলার সকল ইউনিয়নে আওয়ামী লীগের আয়োজনে দোয়া মাহফিল ও দরিদ্রভোজ। স্বৈরাচার বিরোধী আন্দোলনে ময়েজউদ্দিনের রক্তের সিড়ি বেয়ে ধাপে ধাপে গড়ে উঠা প্রবল গণআন্দোলনে অবশেষে সামরিক শাসক ও শাসনের পতন ঘটে।
×