ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রাজধানীতে পুত্রের হাতে পিতা খুন, ছাত্রীর আত্মহত্যা

প্রকাশিত: ২৩:৩৭, ২৭ সেপ্টেম্বর ২০২০

রাজধানীতে পুত্রের হাতে পিতা খুন, ছাত্রীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর দক্ষিণখানে সৎ ছেলের হাতে পিতা খুন হয়েছে। এদিকে ভাষানটেকে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। অন্যদিকে দক্ষিণ কমলাপুরে খেলতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। অপরদিকে খিলক্ষেত বনরূপা এলাকায় ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত হয়েছে। এছাড়া মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর দক্ষিণখানে ছেলের ছুরিকাঘাতে মোহর আলী (৩৫) নামে এক ব্যক্তি খুন হয়েছে। ঘটনার পর ঘাতক নিহতের সৎ ছেলে ইয়াছিন (১৫) পালিয়ে গেছে। নিহতের গ্রামের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার চরফরিদা বাজার গ্রামে। তিনি দক্ষিণ খান আব্দুল্লাহপুর চড়ইয়েরটেক এলাকায় ভাড়া থাকেন। এদিকে শনিবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে মোহর আলীর লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান। নিহতের ছোট ভাই মোহাম্মদ হৃদয় জানান, তার ভাই মোহর আলী রাজমিস্ত্রির কাজ করতেন। কয়েক বছর আগে আসমা বেগম নামে এক নারীকে বিয়ে করেন বড় ভাই মোহর আলী। দু’জনেরেই এটি দ্বিতীয় বিয়ে। ইয়াছিন আসমার আগের ঘরের সন্তান। হৃদয় জানান, ইয়াছিন কিছুদিন ধরে মোবাইল ফোন কেনার বায়না ধরে। কিন্তু তাকে মোবাইল ফোন কেনার টাকা দিতে রাজি হননি আসমা ও মোহর আলী। তিনি জানান, শুক্রবার রাতে ইয়াছিন তার সৎ বাবা মোহর আলী কাছে মোবাইল কেনার জন্য টাকা চায়। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। কলেজছাত্রীর আত্মহত্যা ॥ রাজধানীর ভাষানটেকে সুমনা আক্তার (১৬) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে। সে বিএফ শাহীন কলেজে উচ্চ মাধ্যমিকে পড়ত। শনিবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত সুমনার স্বজনরা জানান, শনিবার ছোট বোন সামিয়া বাসার ওয়াইফাই লাইন বন্ধ করে রাখায় তার সঙ্গে ঝগড়া করে বড় বোন সুমনা। এ নিয়ে পরিবারের সদস্যরাও তাকে বকাঝকা করে। পরে সে অভিমান করে ঘরের দরজা বন্ধ করে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেঙ্গে তাকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনেন। বিদ্যুতস্পৃষ্ট হয়ে কলেজছাত্রের মৃত্যু ॥ রাজধানীর দক্ষিণ কমলাপুরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ফেরদৌস হাসান শুভ (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সে বিএফ শাহীন কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল। তার বাবার নাম রেজাউল করিম। গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার মসিপুর গ্রামে। সে দক্ষিণ কমলাপুর পরিবারের সঙ্গে থাকত। ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু ॥ রাজধানীর খিলক্ষেত বনরূপা এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (২৫) এক যুবক নিহত হয়েছে। ঢাকা বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ মহিউদ্দিন জানান, শনিবার ভোরের দিকে খিলক্ষেত বনরূপা রেলগেট সংলগ্ন রেললাইনের পাশ থেকে ওই যুবকের মরদেহটি উদ্ধার করা হয়।
×