ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাগেরহাটে করোনায় স্বাস্থ্যকর্মীর মৃত্যু

প্রকাশিত: ২৩:১৬, ২৭ সেপ্টেম্বর ২০২০

বাগেরহাটে করোনায় স্বাস্থ্যকর্মীর মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শনিবার গত ২৪ ঘণ্টায় বাগেরহাটের ফকিরহাট উপজেলায় মিঠুন হীরা (৩৬) নামে এক স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। অন্যদিকে জাতীয় সংসদের হুইপ, শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনার কারণে শনিবার সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন জেলায় যাদের শরীরে করোনার লক্ষণ পাওয়া যায়নি অনেককে কোয়ারেন্টাইন শেষে মুক্ত করে দেয়া হয়েছে। অন্যদিকে নতুন করে যাদের শরীরে করোনা আছে বলে সন্দেহ করা হয়েছে এমন অনেকের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। বাগেরহাটের ফকিরহাট উপজেলার ডহর মৌভোগ গ্রামে করোনা আক্রান্ত হয়ে মিঠুন হীরা (৩৬) নামে এক স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে খুলনা কোভিড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি ডহর মৌভোগ কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি পদে কর্মরত ছিলেন। শেরপুর ॥ জাতীয় সংসদের হুইপ, শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার রাতে ওই তথ্য নিশ্চিত করেছেন হুইপ কন্যা ও শেরপুর মাতৃসদনের মেডিক্যাল অফিসার ডাঃ শারমিন রহমান অমি। জানা যায়, সংসদ সদস্যদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে করোনা পরীক্ষার জন্য হুইপ আতিক এমপি’র নমুনা নেয়া হয়। শুক্রবার সেই নমুনা পরীক্ষার ফলাফলে কোভিড-১৯ পজিটিভ আসে। নওগাঁ ॥ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭ ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড-১৯ এ আক্রান্ত মোট ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১ হাজার ২শ’ ৯০ জন। করোনাভাইরাসে এ পর্যন্ত জেলায় মোট ২১ জনের মৃত্যু হয়েছে। এই ২৪ ঘণ্টায় জেলায় সুস্থ হয়েছেন ৪ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ হাজার ১শ’ ৭৯ জন।
×