ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাবনা-৪ আসনে আওয়ামী লীগ প্রার্থী জয়ী

প্রকাশিত: ২৩:০১, ২৭ সেপ্টেম্বর ২০২০

পাবনা-৪ আসনে আওয়ামী লীগ প্রার্থী জয়ী

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে অনুষ্ঠিত জাতীয় সংসদ উপ-নির্বাচনের ১২৯ কেন্দ্রের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগের নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ নুরুজ্জামান বিশ্বাস ২৩৮৫৮৪ ভোট পেয়ে বিজয়ী চূড়ান্তভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষের প্রার্থী খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ৫৬৭৭ ভোট। জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের রেজাউল করীম খোকন ২৪৭০ ভোট পেয়েছেন। গত ২ এপ্রিল প্রয়াত ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপির মৃত্যুর পর আসনটি শূন্য ঘোষণা করা হয়। এরপর আওয়ামী লীগ নেতাদের মধ্য থেকে ২৮ জন নেতা মনোনয়ন প্রত্যাশী হয়ে মাঠে কাজ করেন। অবশেষে আওয়ামী লীগের হাইকমান্ড থেকে আলহাজ নুরুজ্জামান বিশ্বাসকে মনোনয়ন দেয়া হলে সকল মনোনয়ন প্রত্যাশীরা তাকে সমর্থন করে নৌকার বিজয়ের জন্য মাঠে নেমে কাজ শুরু করেন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী শনিবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ১২৯ ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। এই আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৮১ হাজার ১১২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯১ হাজার ৬শ’ ৯৭ জন এবং মহিলা ভোটারের সংখ্যা ছিল ১ লাখ ৮৯ হাজার ৪শ’ ১৫ জন। ভোট গ্রহণ কাজে ২ হাজার ৩শ’ একজান প্রিসাইডিং ও পুলিং অফিসার দায়িত্ব পালন করেন। নির্দিষ্ট সময়ের মধ্যেই পাবনা-৪ আসনের ১২৯ ভোট কেন্দ্র প্রস্তুত করা হয় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠান সম্পন্নের জন্য প্রশাসনের পক্ষ থেকেও ব্যাপক প্রস্তুতি নেয়া হয়। পাবনা-৪ নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় র‌্যাবের চারটি টহল দল, সাত প্লাটুন বিজিবি, আটটি স্ট্রাইকিং ফোর্স দল ও চারটি রিজার্ভ স্ট্রাইকিং ফোর্স দল, পুলিশের ৬ সদস্য করে গঠিত ২১টি মোবাইল দল, ১৫৪৮ আনসার ভিডিপি সদস্যসহ পুলিশের মোট ১০৫৮ জন সদস্য দায়িত্ব পালন করেন। এদের মধ্যে একজন এসপির নেতৃত্বে ছয়জন অতিরিক্ত পুলিশ সুপার, তিনজন এএসপি ও ৪০ জন ইনসপেক্টর দায়িত্ব পালন করেন। এছাড়া পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ, জেলা রিটার্নিং অফিসার আব্দুল লতিফ, দুজন সহকারী রিটার্নিং অফিসার, দুজন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ দুজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ১৮ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন।
×