ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

‘শরীর ঠিক রাখতে ফিটনেস প্রধান হাতিয়ার’

প্রকাশিত: ১৯:৪০, ২৬ সেপ্টেম্বর ২০২০

‘শরীর ঠিক রাখতে ফিটনেস প্রধান হাতিয়ার’

স্পোর্টস রিপোর্টার ॥ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির খ্যাতিমান ক্রীড়াবিদ ও ফিটনেস বিশেষজ্ঞদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। প্রতিদিন মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই মুহূর্তে করোনা আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। বিষয়টি ভাবিয়ে তুলেছে দেশটির সরকারকে। তাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির খ্যাতিমান ক্রীড়াবিদ ও ফিটনেস বিশেষজ্ঞদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন, কীভাবে ফিটনেস ঠিক রেখে ভাইরাস থেকে রক্ষা পাওয়া যায়। ‘ফিট ইন্ডিয়া ডায়ালগ’ নামের এক অনুষ্ঠানে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছেন, কীভাবে ফিট থাকা যায়। শরীর আর মন ঠিক রাখতে ফিটনেস ট্রেনিংয়ের কোনো বিকল্প নেই বলেও জানান তিনি। ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের খবরে জানা গেছে, আরব আমিরাত থেকে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দেন কোহলি। সেখানে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন ভারতীয় অধিনায়ক। নরেন্দ্র মোদি কোহলিকে প্রশ্ন করেন, ‘ক্রিকেটে এখন ইয়ো ইয়ো টেস্টের কথা শোনা যায়। এটা কি অধিনায়ককেও মেনে চলতে হয়? নাকি তুমি ছাড় পেয়ে যাও? ইয়ো ইয়ো টেস্ট আসলে কী?’ জবাবে কোহলি বলেন, ‘ফিটনেসের জন্য ইয়ো ইয়ো টেস্ট খুবই জরুরি। অবশ্য বিশ্বের অন্য অনেক দেশের তুলনায় আমাদের ফিটনেস লেভেল এখনো কিছুটা নিচের দিকে। আমরা আরো এগিয়ে যেতে চাই। ফিটনেস এখন প্রয়োজন। যদি টেস্ট খেলতে হয়, টানা পাঁচ দিন মাঠে থাকতে হয়। আমাদের খেলোয়াড়দের স্কিল সবসময় ছিল। আমার মনে হয়, ফিটনেসে কমতি আছে। টেস্টে অনেক সময় আমাদের খেলোয়াড়দের ক্লান্ত দেখায়। আর এই সুযোগ নিয়ে প্রতিপক্ষরা জিতে যায়। এখন আমাদের বোলাররা বিশ্বের অন্যতম সেরা। ওরা ম্যাচের তৃতীয়-চতুর্থ দিনেও নিজেদের সেরাটা দিতে পারে।’
×