ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

৫০তম ম্যাচে জয়ের অপেক্ষায় ম্যান ইউ কোচ

প্রকাশিত: ১৯:৩৯, ২৬ সেপ্টেম্বর ২০২০

৫০তম ম্যাচে জয়ের অপেক্ষায় ম্যান ইউ কোচ

স্পোর্টস রিপোর্টার ॥ লিগে নিজেদের প্রথম জয় পেতে ব্রাইটনের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। রেড ডেভিলদের কোচ হিসেবে ওলে গানার সোলশায়ারের ৫০তম ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়তে চায় মার্কোস রাশফোর্ডরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়। দিনের আরেক ম্যাচে চেলসির প্রতিপক্ষ ওয়েস্ট ব্রুমউচ আলবিওন। এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায়। যে দলটা সবসময় থাকতো টেবিলের শীর্ষে, সমর্থকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে। সেই দলটা এখন নিজেদের লিগের ৪ নম্বর পজিশনে ঠাঁই পেতেই হিমশিম খায়। ইংলিশ প্রিমিয়ার লিগে শুরুতেই হোঁচট খায় ক্রিস্টাল প্যালেসের কাছে। বুঝতে বাকি নেই, দলটার নাম ম্যানচেস্টার ইউনাইটেড। নিজেদের দ্বিতীয় ম্যাচে তাই কাঙ্ক্ষিত একটা জয় পেতে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ ব্রাইটন। এই ম্যাচটা আলাদাভাবে স্মরণীয় হয়ে থাকবে রেড ডেভিলদের জন্য। কোচ হিসেবে ওলে গানার সোলশায়ারের ৫০তম ম্যাচ এটি। গুরুত্বপূর্ণ ম্যাচটাতে তাই ডাগ আউটে একটা জয় পেতেই চাইবেন তিনি। গুরুর জয়ের দিনে ফিরছেন পল পগবা। তাকে জায়গা করে দিতে বাদ পড়তে পারেন ব্রুনো ফার্নান্দেজ। সাথে থাকবেন আগের ম্যাচের জয়ের নায়ক মার্কোস রাশফোর্ড ও গ্রিনউড। আর বরাবরের মত গোলপোস্ট সামলাবেন ডেভিড ডে হেয়া। দু'দলের ১৫ ম্যাচের দেখায় ১০ জয় নিয়ে এগিয়ে আছে থিয়েটার অব ড্রিমের নায়কেরা। অপেক্ষাকৃত দুর্বল দল ব্রাইটনের সঙ্গে তাই নিশ্চয়ই পা ভড়কাতে চাইবেন না সোলশায়ার শিষ্যরা। ম্যান ইউ কোচ সোলশায়ার বলেন, 'যে কোনো জয়ই কঠিন। আর জয় এলে সেটা আনন্দের। কাউকে হাল্কা ভাবে নিয়ে হিতের বিপরীত হতে পারে। তাই ব্রাইটনের বিপক্ষে আমাদের ভালো খেলেই জিততে হবে।' দিনের আরেক ম্যাচে মাঠে নামবে চেলসি। প্রতিপক্ষ ওয়েস্ট ব্রমউইচ আলবিওন। লিভারপুলের সঙ্গে হারের পর, পরের ম্যাচে জিতে যায় ল্যাম্পার্ড শিষ্যরা। জয়ের ধারা ধরে রাখতে তাই প্রতিপক্ষের মাঠে জয়ের পথ খুঁজছেন কাই হ্যাভার্টজরা। দুই দলের ১০৮ বারের দেখায় ৪৯ ম্যাচ জিতে এগিয়ে ব্লু 'রা। বিপরীতে ৩৩ জয় ওয়েস্ট ব্রমউইচের। তবে, নিজেদের মাটিতে সুযোগ থাকছে আলবিওনের। চেলসির দুই ভরসার নাম হাকিম জায়েচ ও ক্রিস্টিয়ান পুলিসিক এ ম্যাচে খেলছেন না। তবে বাকিরা ফিট থাকায় ভারসাম্যপূর্ণ একটা দল চেলসি। টেবিলে এগিয়ে যেতে একটা জয় চাই-ই-চাই ব্লু দুর্গের।
×