ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অবশেষে ৮৫ বছরের বৃদ্ধা মায়ের আশ্রয় হলো নড়াইল সদর হাসপাতালে

প্রকাশিত: ১৮:৫২, ২৬ সেপ্টেম্বর ২০২০

অবশেষে ৮৫ বছরের বৃদ্ধা মায়ের আশ্রয় হলো নড়াইল সদর হাসপাতালে

নিজস্ব সংবাদদাতা, নড়াইল ॥ অবশেষে জেলা প্রশাসকের হস্তক্ষেপে ৮৫ বছরের বৃদ্ধা মায়ের আশ্রয় হলো নড়াইল সদর হাসপাতালে। শুক্রবার বিষয়টি গনমাধ্যমকর্মীদের নজরে আসার পর জেলা প্রশাসক আনজুমান আরাকে ফোন করলে তিনি দ্রুত ব্যবস্থা নেয়ার কথা বলেন এবং ওই দিনই বৃদ্ধাকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মুর্তজাও বৃদ্ধার খোঁজ-খবর নিচ্ছেন। আজ শনিবার দুপুরে জেলা প্রশাসক আনজুমান আরা বৃদ্ধাকে হাসপাতালে দেখতে যান এবং তার চিকিৎসার খোঁজ-খবর নেন। এদিকে বৃদ্ধার বড় সন্তান মাকে বাড়িতে ফিরিয়ে নিতে রাজি হয়েছেন। জানা গেছে, নড়াইল শহরের কুরিগ্রাম এলাকার বাসিন্দা মৃত কালিপদ কুন্ডুর স্ত্রী মায়া রাণী কুন্ডুর (৮৫) দুই পুত্র সন্তান দেব কুন্ডু (৫০) এবং উত্তম কুন্ডু (৪০)। উত্তম কয়েক বছর পূর্বে বিবাহ করে অন্যত্র বসবাস করায় শহরের রূপগঞ্জ বাজারের বাঁধাঘাট এলাকার ব্যবসায়ী দেব কুমার মাকে দেখাশোনা করছিল। । মায়ের নামে ৫শতক জমি লিখে নেয়ার পর মায়ের সাথে দুর্বব্যহার শুরু করে। গত দেড় বছর মায়ের ভরণ-পোষন দিতে অস্বীকার করে বাড়ি থেকে বের করে দেয়। পরে বৃদ্ধা মা এ বাড়ি ও বাড়িতে অবস্থানের পর সর্বশেষ গত ১২দিন বরেণ্য চিত্রশিল্পী এস.এম সুলতান কমপ্লেক্স সংলগ্ন সুলতান ঘাটের ওপর রাখা শিল্পী সুলতানের নৌকার নীচে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মানবেতন জীবন-যাপন শুরু করেন। সদর হাসপাতালের আরএমও মশিউর রহমান বাবু বলেছেন, তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভূগছেন। তার সুস্থতার জন্য হাসপাতালে আরও দু’তিন দিন থাকতে হবে বলে জানান। হাসপাতালের বিছানায় শায়িত বৃদ্ধা মায়া রাণী কুন্ডু বলেছেন, এখনও যে ভালো মানুষ আছে তা বুঝতে পারলাম। যতদিন বেঁচে আছি ততদিন যেন একটু সুস্থ ও শান্তিতে থাকতে পারি, তিনি সন্তানের কাছে সেই আশা করেন। এ ব্যাপারে মায়া রাণীর ছেলে নড়াইল শহরের ছোট ব্যবসায়ী দেব কুন্ডু বলেছেন, হাসপাতাল থেকে মাকে সরাসরি বাড়িতে নিয়ে যাব। তিনি তার কৃত কর্মের জন্য মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করেন। জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, এ বিষয়টি জানার পর শুক্রবারেই তাকে সদর হাসপাতালে ভর্তি করে দেয়া হয়েছে। নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মুর্তজাও বৃদ্ধার খোঁজ-খবর নিচ্ছেন। বৃদ্ধার বড় সন্তান দেব কুন্ডু তার মাকে বাড়িতে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে। সন্তান ঠিকমতো তার কাকে দেখভাল করছে কিনা আমরা খোঁজ-খবর রাখব। এরপর পূনরায় তাকে বাড়ি থেকে বের করে দেয়া হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
×