ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভার্চুয়াল পদ্ধতিতে আপিলে ৪ হাজারের বেশি মামলা নিষ্পত্তি

প্রকাশিত: ১৮:৪১, ২৬ সেপ্টেম্বর ২০২০

ভার্চুয়াল পদ্ধতিতে আপিলে ৪ হাজারের বেশি মামলা নিষ্পত্তি

স্টাফ রিপোর্টার॥ শারিরীক উপস্থিতি ব্যাতিরেকে তথ্যপ্রযুক্তি ব্যাবহার কওে ভাচুয়াল উপস্থিতির মাধ্যমে ১৩ জুলাই থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত সুপ্রীমকোর্টের আপীল বিভাগে ৪ হাজার ৭৩টি মামলা নিষ্পত্তি হয়েছে। অন্যদিকে ২০১৯ সালের ১ জানুয়ারি হতে ৩১ ডিসেম্বর পর্যন্ত নিষ্পত্তি হয়েছে ৬ হাজার ৩০৩টি মামলা। আপীল বিভাগে বিচারাধীন রয়েছে ২৩ হাজার ৬১৭টি মামলা। বাংলাদেশ সুপ্রীমকোর্ট স্পেশাল অফিসার ও মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানা গেছে। সুত্রে জানা যায় , তথ্য প্রযুক্তি ব্যাবহার কওে চলতি বছরের ১৩ জুলাই থেকে ২ সেপ্টেম্বর পর্য্যন্ত বাংলাদেশ সুপ্রীমকোর্টের আপীল বিভাগে একটি বেঞ্চ ভাচ্যুয়াল পদ্ধতিতে বিচার কার্যক্রম পরিচালনা করে। পরবর্তীতে ৬ সেপ্টেম্বর হতে আপীল বিভাগে দুটি বেঞ্চ ভাচ্যুয়াল পদ্ধতিতে বিচার কার্যক্রম পরিচালনা করছে। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্য্যন্ত বাংলাদেশ সুপ্রীমকোর্টের আপীল বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা ছিল ২৩ হাজার ৬১৭টি। পরবর্তীতে নিষ্পত্তিকৃত মামলার সংখ্যাসহ নির্ভুল এবং কার্যকর গণনায় পরিলক্ষিত হয় যে , ২৪ সেপ্টেম্বও পর্যন্ত বাংলাদেশ সুপ্রীমকোর্টের আপীল বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা ১৫ হজাজার ৪৬০টি। বাংলাদেশ সুপ্রীমকোর্টেও আইনজীবীগন নিজ নিজ চেম্বার /বাসায় অবস্থান কওে খুব সহজে ভাচ্যুয়াল পদ্ধতিতে আপীল বিভাগের শুনানিতে স্বত:স্ফুর্তভাবে অংশগ্রহণ করছে। বাংলাদেশ সুপ্রীমকোটের আপীল বিভাগের বিচারপতিগণের কর্ম্যােদ্যমে এবং আইনজীবীদেগর আন্তরিক প্রচেষ্টায় ভাচ্যুয়াল পদ্ধতিতে আপীল বিভাগে চলমান বিচারিক কার্য্যক্রম কোভিড-১৯(করোনা ভাইরাস) প্রাদুর্ভাব মহামারীতে বিচারপ্রার্থী জনগনকে বিচারিক সেব প্রদান কওে ন্যায় বিচার নিশ্চিত করছে।
×