ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজধানীর দক্ষিণখানে ছেলের হাতে পিতা খুন

প্রকাশিত: ১৮:৩৮, ২৬ সেপ্টেম্বর ২০২০

রাজধানীর দক্ষিণখানে ছেলের হাতে পিতা খুন

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর দক্ষিণখানে ছেলের ছুরিকাঘাতে মোহর আলী (৩৫) নামে এক ব্যক্তি খুন হয়েছে। ঘটনার পর ঘাতক নিহতের সৎ ছেলে ইয়াছিন (১৫) পালিয়ে গেছে। নিহতের গ্রামের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার চরফরিদা বাজার গ্রামে। তিনি দক্ষিলখান আব্দুল্লাহপুর চড়ইয়েরটেক এলাকায় ভাড়া থাকেন। এদিকে শনিবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে মোহর আলীর লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে হাসপাতালের পুলিশ ফাঁিড়র পরিদর্শক বাচ্চু মিয়া জানান। নিহতের ছোট ভাই মোহাম্মদ হৃদয় জানান, তার ভাই মোহর আলী রাজমিস্ত্রির কাজ করতেন। কয়েক বছর আগে আসমা বেগম নামে এক নারীকে বিয়ে করেন বড় ভাই মোহর আলী। দু’জনেরেই এটি দ্বিতীয় বিয়ে। ইয়াছিন আসমার আগের ঘরের সন্তান। হৃদয় জানান, ইয়াছিন কিছুদিন ধরে মোবাইল ফোন কেনার বায়না ধরে। কিন্তু তাকে মোবাইল ফোন কেনার টাকা দিতে রাজি হননি আসমা ও মোহর আলী। তিনি জানান, শুক্রবার রাতে ইয়াছিন তার সৎ বাবা মোহর আলী কাছে মোবাইল কেনার জন্য টাকা চায়। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইয়াছিন ছুরি দিয়ে মোহর আলীকে এলোপাতাড়ি আঘাত করে। পরে মোহর আলী বাচাঁও বাচাঁওর্ চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে ইয়াছিন দৌড়ে ঘর থেকে পালিয়ে যায়। পরে মোহর আলীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে টঙ্গীর একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে মধ্যরাতে মোহর আলীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, মোবাইল কেনাকে কেন্দ্র করে ছেলে হাতে পিতা খুন হয়েছে। পলাতক ছেলে ইয়াছিনকে গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।
×