ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভান্ডারিয়ায় রাজাকার পুত্রের বিরুদ্ধে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ

প্রকাশিত: ১৮:৩৩, ২৬ সেপ্টেম্বর ২০২০

ভান্ডারিয়ায় রাজাকার পুত্রের বিরুদ্ধে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর ॥ পিরোজপুরের ভান্ডারিয়ার পশারিবুনিয়া গ্রামের বিনাপানি বাজারের বাইতুল জান্নাত মসজিদে সরকারি বরাদ্দকৃত টিআর ও অনুদানের টাকা আত্মসাৎ, মসজিদের নাম ভাঙ্গিয়ে জমি দখলের চেষ্টা ও চার হাজার ইট চুরির প্রতিবাদে মানববন্ধন করছে গ্রামবাসী। আজ শনিবার দুপুরে বাইতুল জান্নাত মসজিদের সামনে মানববন্ধন করেন মুসুল্লিরা। এসময় বক্তারা বলেন, পশারিবুনিয়া গ্রামের রাজাকার মৃত মজিদ সিকদারের পুত্র হারুন সিকদারসহ বেশ কিছু ভূমিদস্যু মিলে বহুদিন ধরে বিনাপানি বাজারের মসজিদ ও কয়েক’টি দোকান দখলের চেষ্টা চালাচ্ছেন। রাজাকার পুত্র হারুনের বিরুদ্ধে বাজারের মোশারফ মাষ্টারের দোকান দখলের জন্য দোকান ভাংচুর করে মালামাল নিয়ে যাওয়ার অভিযোগে জেলা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২টি মামলা করা হয়। এলাকাবাসীর দাবি, আত্মসাৎকৃত মসজিদের নামে বরাদ্দের টাকা ও চুরি করা ৪ হাজার ইট এবং দখল কৃত দোকানগুলো উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হোক।
×