ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হাটহাজারীতে বহিষ্কৃত চেয়ারম্যান ফের স্বপদে বহাল

প্রকাশিত: ১৭:২৯, ২৬ সেপ্টেম্বর ২০২০

হাটহাজারীতে বহিষ্কৃত চেয়ারম্যান ফের স্বপদে বহাল

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি ॥ করোনাকালীন সময়ে ত্রাণের চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আবছার ফের স্বপদে বহাল হয়েছেন। দূর্নীতির অভিযোগে ১২ এপ্রিল তিনি বহিষ্কার হন। দীর্ঘ পাঁচ মাস বহিষ্কৃত থাকার পর সরকারের বহিষ্কারাদেশের উপর আদালত থেকে স্থগিতাদেশ এনে তিন মাসের জন্য আগামীকাল রবিবার থেকে স্বপদে ফিরে আসছেন। স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, ত্রাণ বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(১) ধারা অনুযায়ী মির্জাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আবছারকে স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্ত হওয়ার পর চেয়ারম্যান উচ্চ আদালতে রিট করে আবার তিন মাসের জন্য স্বপদে ফিরে আসছেন।
×