ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আদমদীঘিতে প্রাথমিক বিদ্যালয় মাঠে সাঁতার কাটে হাঁসের দল

প্রকাশিত: ১৬:৪৪, ২৬ সেপ্টেম্বর ২০২০

আদমদীঘিতে প্রাথমিক বিদ্যালয় মাঠে সাঁতার কাটে হাঁসের দল

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার ॥ বগুড়ার আদমদীঘি উপজেলার প্রত্যন্ত জনপদের গ্রাম পালনকুড়ি। পাশের নন্দীগ্রাম উপজেলার সীমান্তবর্তী বড় পরিসরের গ্রাম এই পালনকুড়ি। সাত পাড়া নিয়ে এই গ্রামে আট বছর আগেও ছিল না প্রাথমিক বিদ্যালয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সেতো দুরের কথা প্রাথমিক শিক্ষা বঞ্চিত ছিল গ্রামের অন্তত ৮০ভাগ শিশু। অতি সামর্থবানরা গ্রাম থেকে বহু দুরে ইউনিয়ন সদরের বিদ্যালয়ে ভর্তি করাতেন তাদের সন্তানদের। এমন অবস্থার অবসান ঘটাতে এগিয়ে আসেন ওই গ্রামের শিক্ষানুরাগী ব্যক্তি কোরবান আলী। তিনি গ্রামের ভিতর দিয়ে থাকা পাকা সড়কের পাশে প্রাথমিক বিদ্যালয় স্থাপানের জন্য দান করেন ৩০ শতক জমি। বিদ্যালয় প্রতিষ্টার পর অনেক দৌড় ঝাঁপ করে ভবন নির্মাণেরও ব্যবস্থা করেন। “বিদ্যালয় বিহীন এলাকায় ১৫০০ প্রাথমিক বিদ্যালয় নির্মান প্রকল্প” নামক প্রকল্পে অন্তর্ভুক্ত করান। প্রাথমিক শিক্ষা অধিদফতরের বাস্তবায়নে ২০১২/২০১৩ সালে বিদ্যালয়টির ভবন নির্মাণ করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর। দর্শনীয় ভাবে একতলা বিদ্যালয় ভবন নির্মাণ করা হলেও কোমলমতির শিক্ষার্থীদের প্রাত্যহিক সমাবেশ বা এ্যাসিম্বিল করার ও খেলার মাঠ ভরাট করা হয়নি। ফলে বছরের অধিকাংশ সময় পানি জমে থাকে মাঠে। আর বর্ষা মৌসুমে পরিণত হয় কোমর পানির জলাশয়। বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের খেলা-ধুলার পরিবর্তে সাঁতার কাটে হাঁসের দল। টাকার অভাবে বিদ্যালয় মাঠ ভরাট এবং প্রাত্যহিক সমাবেশ ও খেলার উপযোগী করা যাচ্ছে না বলে জানিয়েছেন ওই বিদ্যালয়ের জমিদাতা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ কোরবান আলী। তিনি জানান, এই সমস্যা সম্পর্কে আদমদীঘি উপজেলা পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজুকে অবহিত করেছি। তিনি বলেছেন উন্নয়ন তহবিল পাওয়া গেলে বরাদ্দ দেওয়া হবে। এরপর আদমদীঘি-দুপচাচিয়া (বগুড়া-৩) আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদারের নিকটও ধর্ণা দিয়েছি। তিনিও একই কথা বলেছেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান শামসুল হক বলেছেন, বিষয়টি আমার নোটে ছিল না। যেহেত জানতে পারলাম সেহেতু দ্রুত উর্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ওই বিদ্যালয়ের মাঠ উন্নয়ন করার ব্যবস্থা গ্রহণ করব।
×