ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খাগড়াছড়িতে ডাকাতি ও গণধর্ষণ মামলার আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান

প্রকাশিত: ১৫:১৯, ২৬ সেপ্টেম্বর ২০২০

খাগড়াছড়িতে ডাকাতি ও গণধর্ষণ মামলার আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান

পার্বত্যাঞ্চর প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ খাগড়াছড়িতে এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি এবং বুদ্ধি প্রতিবন্ধী এক নারীকে গণধর্ষণের মামলার আসামিদের গ্রেফতারে চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে পুলিশের সাঁড়াশি অভিযান চলছে। পুলিশ মামলার অগ্রগতি শতভাগের দ্বার প্রান্তে বলে দাবি করলেও তদন্তের স্বার্থে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেছেন। তবে একটি অসমর্থিত সূত্র জানিয়েছে, ঘটনার সাথে জড়িত ৯ জনের মধ্যে এ পর্যন্ত ৭জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার(২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার খাগড়াছড়ি জেলার বলপাইয়া আদাম এলাকায় বিন্দু লাল চাকমার বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ৯ সদস্যের ডাকাত দল একটি কক্ষে নিয়ে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে (২৬) বেঁধে রেখে উপর্যপরি ধর্ষণ করে। প্রায় দেড় থেকে দুই ঘন্টা তান্ডব চালিয়ে ডাকাত দল স্বর্ণালংকার, মোবাইল ফোন সেট নিয়ে যায়। ধর্ষিতা বুদ্ধি প্রতিবন্ধী নারী খাড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার ডাক্তারী পরীক্ষা করা হয়েছে। তিনি সুস্থ আছেন বলে জানিয়েছে খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার পূর্ণ জীবন চাকমা। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রশীদ জানান, আমরা এখনো চট্টগ্রামে অভিযান চালাচ্ছি। দ্রুত অগ্রগতি হবে।
×