ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজধানীতে পৃথক অভিযান, ৫০ হাজার পিস ইয়াবা জব্দ

প্রকাশিত: ২২:১৪, ২৬ সেপ্টেম্বর ২০২০

রাজধানীতে পৃথক অভিযান, ৫০ হাজার পিস ইয়াবা জব্দ

স্টাফ রিপোর্টার ॥ একাধিক অভিযানে গত দুই দিনে প্রায় ৫০ হাজার পিস ইয়াবাসহ মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬৯ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। যার মধ্যে পৃথক দুইটি অভিযানে ছয়জনের কাছেই প্রায় ৪৫ হাজার পিস ইয়াবা পাওয়া গেছে। ইয়াবা পরিবহনের কাজে ব্যবহৃত একটি গাড়িও জব্দ করা হয়। জানা গেছে, গত ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম অভিযান চালায়। অভিযানে হাতিরঝিল থানাধীন মধুবাগ থেকে ১৩ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়। জব্দ হয় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার। পুুলিশ জানায় গ্রেফতার হওয়া মোঃ আব্দুল কুদ্দুস (৫৫), মোঃ মেহেদী হাসান (২৮) ও মোঃ নাসিম কবির (৩৬) পেশাদার মাদক ব্যবসায়ী। তারা কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করত। সেগুলো প্রাইভেটকারযোগে ঢাকা এনে বিক্রি করত। ইয়াবা বিক্রির জন্য তারা হাতিরঝিলে অবস্থান করছিল। অন্যদিকে বুধবার ঢাকার তেজগাঁও এবং নারায়ণগঞ্জ থেকে আন্তঃজেলা মাদক চক্রের তিন সদস্য বিল্লাল শেখ (৩৮), মোঃ ফারুক (৩৫) ও মোঃ খোকনকে (৩৩) গ্রেফতার করা হয়। তাদের কাছে ৩৫ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এছাড়া বুধবার ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন ইউনিটের চালানো অভিযানে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৩৫ হাজার পিস ইয়াবাসহ ৬৩ জন গ্রেফতার হয়। এ সময় প্রায় ২১ হাজার পিস ইয়াবা, হেরোইন, প্রায় দুই কেজি গাঁজা, শতাধিক বোতল ফেনসিডিল, বিদেশী মদ ও নেশাজাতীয় ইনজেকশন জব্দ করে পুলিশ।
×