ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিল গেটসের চোখে জবস-মাস্ক

প্রকাশিত: ২২:০৭, ২৬ সেপ্টেম্বর ২০২০

বিল গেটসের চোখে জবস-মাস্ক

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস এ্যাপলের স্টিভ জব্্সকে যেমন কাছ থেকে দেখেছেন, তেমনি হাল আমলে খ্যাতি পাওয়া টেসলা ও স্পেসএক্স মালিক ইলন মাস্ককেও তিনি ভাল করেই জানেন। বৈদু্যুতিক গাড়ি আর পুনরায় ব্যবহারযোগ্য রকেট বানানো টেসলা ও স্পেসএক্স এখন আলোচনায় থাকছেন নিয়মিতই। ইলন মাস্ককে কি তাহলে আগামী দিনের স্টিভ জবস বলা যায়? বিশ্বের শীর্ষ ধনীদের একজন বিল গেটসের কাছে এমনই প্রশ্ন করেছিল ব্লুমবার্গ। জবাবে বিল গেটস বলেন, কাউকে যদি আপনি ব্যক্তিগতভাবে চেনেন, তখন এরকম গড়পরতা তুলনা করার চেষ্টা খুব উদ্ভট মনে হবে। স্টিভ জবস ও ইলন মাস্কের কাজের ধরনে মৌলিক কিছু পার্থক্য নিয়ে গেটস বলেন, ইলন অনেক বেশি নিজ হাতে কাজ করা কারিগর। অন্যদিকে স্টিভ নতুন নক্সা তৈরি, মানুষ চেনার ক্ষমতা আর বিপণনে ছিলেন অসাধারণ।... দুজনকে গুলিয়ে ফেলার কোন সুযোগ নেই। লক্ষ্য স্থির করে নির্ধারিত সময়ের মধ্যে কাজ বের করে আনার চেষ্টার কথা মাস্ক নিজেই বিভিন্ন সময়ে বলেছেন। আর সেই চেষ্টা সফল করতে তিনি নিজেই হাত লাগান কাজে। -সিএনবিসি
×