ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকার দেশীয় বাজার ভারত ও সিন্ডিকেটের হাতে তুলে দিচ্ছে ॥ বাম ঐক্যফ্রন্ট

প্রকাশিত: ২২:০৪, ২৬ সেপ্টেম্বর ২০২০

সরকার দেশীয় বাজার ভারত ও সিন্ডিকেটের হাতে তুলে দিচ্ছে ॥ বাম ঐক্যফ্রন্ট

স্টাফ রিপোর্টার ॥ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধগতি, কাজ, খাদ্য, চিকিৎসা নিশ্চিয়তা ও রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবিতে সমাবেশ করেছে বাম ঐক্যফ্রন্ট। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বাম ঐক্যফ্রন্টের সমন্বয়ক ও গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক নাসিরউদ্দিন আহমেদ নাসুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, বাসদের কেন্দ্রীয় নেতা মহিনউদ্দিন চৌধুরী লিটন, গণমুক্তি ইউনিয়নের কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম, বাসদের ঢাকা মহানগর অন্যতম নেতা আনোয়ার হোসেন মিলন প্রমুখ। সভা পরিচালনা করেন বাসদের ঢাকা মহানগর নেতা জামাল শিকদার। সভায় বক্তারা বলেন, করোনাকালীন সঙ্কটে সরকারের বৈষম্যমূলক নীতি, সর্বক্ষেত্রে দুর্নীতি জনজীবনকে দুর্দশার দিকেই নিয়ে যাচ্ছে। প্রতিনিয়ত দেশে বিদেশে মানুষ কাজ হারাচ্ছে। সৃষ্টি হচ্ছে না নতুন কাজের সুযোগ। অস্বাভাবিকভাবে বেড়েই চলেছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। চিকিৎসাক্ষেত্রে চলছে এক নৈরাজ্যকর পরিস্থিতি।
×