ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুকুর অপসারণ করলে ইঁদুর ও প্লেগের প্রাদুর্ভাব বাড়তে পারে ॥ বাপা

প্রকাশিত: ২১:৪১, ২৬ সেপ্টেম্বর ২০২০

কুকুর অপসারণ করলে ইঁদুর ও প্লেগের প্রাদুর্ভাব বাড়তে পারে ॥ বাপা

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বেওয়ারিশ কুকুর অপসারণ বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। শুক্রবার সংগঠনের উদ্যোগে অনলাইনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এতে বলা হয়, কুকুর অপসারণ করলে ইঁদুর ও প্লেগ রোগের প্রাদুর্ভাব বেড়ে যেতে পারে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, বাপার যুগ্ম-সম্পাদক শারমিন মুরশিদ। সঞ্চলনা করেন বাপার সাধারণ সম্পাদক শরীফ জামিল। সংবাদ সম্মেলনে শারমিন মুরশিদ বলেন, ‘ডিএসসিসি থেকে কুকুর অপসারণে যে সিদ্ধান্ত নেয়া হয়েছে, তা অবৈজ্ঞানিক, অমানবিক বেআইনী। ‘প্রাণী কল্যাণ আইন, ২০১৯’ অনুযায়ী এই কার্যক্রম সম্পূর্ণ বেআইনী। কুকুর আপসারণ নয়, জলাতঙ্ক টিকা ও বন্ধ্যাত্মকরণ কর্মসূচী চালু করতে হবে। এজন্য রয়েছে বৈজ্ঞানিক কৌশল’। শারমিন মুরশিদ বলেন, কুকুরসহ অসংখ্য প্রাণীর নগরে বেঁচে থাকার অধিকার রয়েছে। কুকুরসহ পোষা প্রাণী অপসারণ করলে পরিবেশের ভারসাম্য নষ্ট হতে পারে। কুকুর অপসারণ করলে ইঁদুরের প্রকোপ বৃদ্ধির পাশাপাশি প্লেগ রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। শারমিন আরও বলেন, অন্য মেগা সিটির তুলনায় ঢাকা শহরে পোষা প্রাণীর সংখ্যা অনেক কম’। ‘১৯৯৪ সালে ভারতের একটি শহরে বিপুলসংখ্যক কুকুর নিধন করার কারণে ইঁদুরের প্রকোপ বেড়ে যায়। প্লেগ রোগের প্রাদুর্ভাব দেখা দেয়।
×