ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীবাজারে সৈয়দ শামসুল হক হল উদ্বোধন

প্রকাশিত: ২১:৪০, ২৬ সেপ্টেম্বর ২০২০

লক্ষ্মীবাজারে সৈয়দ শামসুল হক হল উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ পুরান ঢাকার লক্ষ্মীবাজারের সঙ্গে মিশে আছে সৈয়দ শামসুল হকের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। জীবন বাস্তবতার পাঠটি তিনি নিয়েছেন এখানকার অলিগলি থেকেই। দীর্ঘদিন বসবাস করেছেন এই অঞ্চলে। তার অনেক সৃষ্টিকর্মে অনুপ্রেরণার উৎস হয়েছে এই এলাকার বিচিত্র জীবনচিত্র। বিউটি বোর্ডিংয়ে বসে লিখেছেন প্রথম জীবনের অসংখ্য উপন্যাস ও গল্প। আর শুক্রবার তার সেই পুরনো বাসস্থানের পাশেই উদ্বোধন করা হলো সৈয়দ শামসুল হক হল নাট্যমঞ্চ। মৈত্রী থিয়েটার ও শৌখিন থিয়েটারের যৌথ তত্ত্বাবধানে নাট্যোৎসবের মাধ্যমেই যাত্রা শুরু করল এই স্টুডিও থিয়েটার। চাইল্ড হেভেন স্কুল ভবনেই স্থাপন করা হয়েছে এ মঞ্চ। দেশের ব্যবসা-বাণিজ্যের পীঠস্থান পুরান ঢাকায় মঞ্চ নেই বললেই চলে। সেখানে এই মঞ্চটি সেখানকার নাট্য রসিকদের বিনোদনের কেন্দ্র হয়ে উঠবে বলেই আশা করছেন সংস্কৃতি কর্মীরা। সৈয়দ শামসুল হকের প্রয়াণ দিবসে সামনে রেখে শুক্রবার থেকে এই স্টুডিও থিয়েটারে শুরু হয়েছে দুদিনের নাট্যোৎসব। সৈয়দ শামসুল হক হলের উদ্বোধন করেন সংসদ সদস্য ও সংস্কৃতিজন আসাদুজ্জামান নূর। তিনি অনলাইনে যুক্ত হয়ে উদ্বোধনী ভাষণ দেন। অসুস্থতার জন্য অনুপস্থিত থাকায় অনুষ্ঠানে আনোয়ারা সৈয়দ হকের শুভেচ্ছা বাণী পাঠ করা হয়। উদ্বোধনী পর্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যজন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি ঝুনা চৌধুরী, বাংলাদেশ পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক আহম্মেদ গিয়াস, তরুণ কবি পিয়াস মজিদ, লায়ন চিত্তরঞ্জন দাস, আদি ঢাকা সাংস্কৃতিক জোটের সভাপতি মানস বোস বাবুরাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন শৌখিন থিয়েটারের প্রধান নির্বাহী হামিদুর রহমান পাপ্পু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাইল্ড হেভেন স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মোঃ আহসান সিদ্দিকী। অনুষ্ঠান সঞ্চালনা করেন মৈত্রী থিয়েটারের দলপ্রধান নিয়াজ আহমেদ। উদ্বোধনী বক্তব্যে আসাদুজ্জামান নূর বলেন, এই শহরে নাট্যমঞ্চের অভাব রয়েছে। নির্দিষ্ট অঞ্চলে হাতে গোনা কয়েকটি নাট্যমঞ্চ ছাড়া নাটকের জন্য মঞ্চ খুঁজে পাওয়া যায় না। সেই বাস্তবতায় এটা নিঃসন্দেহে খুশির সংবাদ যে পুরান ঢাকায় নাট্য সংগঠনের উদ্যোগে স্টুডিও থিয়েটার প্রতিষ্ঠিত হলো। আনোয়ার সৈয়দ হক বলেন, সৈয়দ শামসুল হকের নামে হলটির নামকরণ করায় তা আমাদের জন্য বিশেষ আনন্দের দিন। আমাদের পরিবারের প্রত্যাশা ছোট আকারে হলেও প্রতি সন্ধ্যায় এই মঞ্চে নাটক অভিনীত হোক, দর্শকে ভর্তি থাকুক হল, মানুষের মননের জগতে ফুটে উঠুক শুভ্র রজনীগন্ধা। আলোচনা পর্ব শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপরে ছিল নাটক প্রদর্শনী। আজ শনিবার পরপর দুটি নাটক মঞ্চস্থ হবে। প্রথমে মৈত্রী থিয়েটার মঞ্চস্থ করবে রামানাথ রায়ের গল্প অবলম্বনে ‘চা অথবা কফি’। নিদের্শনা দিয়েছেন নিয়াজ আহমেদ। এরপর মঞ্চস্থ হবে শব্দ নাট্য চর্চা কেন্দ্রের একক নাটক ‘বীরাঙ্গনার বয়ান’। রচনা করেছেন রওশন জান্নাত রুশনী। নাটকে অভিনয় করেছেন তিনি নিজেই। নির্দেশনা দিয়েছেন দেবাশীষ ঘোষ।
×