ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কচুয়া পৌরসভা

মেয়র পদে আওয়ামী লীগের একক প্রার্থী দাবি

প্রকাশিত: ২০:৪২, ২৬ সেপ্টেম্বর ২০২০

মেয়র পদে আওয়ামী লীগের একক প্রার্থী দাবি

নিজস্ব সংবাদদাতা, কচুয়া, ২৫ সেপ্টেম্বর ॥ ‘বাংলাদেশ আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়নের দাবিতে আমরা এক ও অভিন্ন।’ এ স্লোগানে কচুয়ায় মেয়র পদে চার মনোনয়ন প্রত্যাশী একই মঞ্চে সংবাদ সম্মেলন করেছে। শুক্রবার বিকেলে পৌরসভার কোয়া-চাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে স্থানীয় জনগণের আয়োজনে কচুয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম দিপুর সঞ্চালনায় মেয়র পদে মনোনয়ন প্রত্যাশীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন, কচুয়া পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল আজীজ শাহীন। তিনি বলেন, কচুয়া পৌরসভার পশ্চিম এলাকার বৃহৎ জনগোষ্ঠী পৌরসভা প্রতিষ্ঠার পর থেকে মেয়র পদে দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত। এ অবস্থার পরিপেক্ষিতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মনোনয়ন বোর্ড, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, এনবিআরের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা গোলাম হোসেনকে বিষয়টি বিবেচনা করে আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী কচুয়া পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল আজীজ শাহীন, সহ-সভাপতি জাফরুল হাসান শাহীন, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, দফতর সম্পাদক মঞ্জুর আহমেদ সুজনের মধ্য থেকে পৌরসভার সুষম উন্নয়নের লক্ষ্যে যেকোন একজনকে দলীয় মনোনয়ন দেয়ার দাবি জানান।
×