ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফুটবল নির্বাচন: ঢাকায় ভোট চেয়েছেন আসলাম-জনির সমন্বয় পরিষদ

প্রকাশিত: ২০:৪২, ২৫ সেপ্টেম্বর ২০২০

ফুটবল নির্বাচন: ঢাকায় ভোট চেয়েছেন আসলাম-জনির সমন্বয় পরিষদ

স্পোর্টস রিপোর্টার ॥ এগিয়ে আসছে নির্বাচন, বাড়ছে কথার লড়াই। সিনিয়র সহ সভাপতি প্রার্থী সালাম মুর্শেদীর সমালোচনার জবাব দেবে ভোটাররা, বলছেন একই পদে প্রার্থী শেখ মোহাম্মদ আসলাম। বিভাগ ও জেলায় জেলায় ঘুরে এবার ঢাকায় ভোট চাইছেন আসলাম-জনিরা। আর তৃণমুলের সংগঠকদের সাথে মত বিনিময় শেষে স্বপ্ন বুনতে শুরু করেছে সমন্বয় পরিষদ। শুনতে পাচ্ছেন পরিবর্তনের ডাক। কথার লড়াই চলছে, উত্তাপ ছড়াচ্ছে ফুটবল নির্বাচনে। সালাম মুর্শেদীর কড়া সমালোচনার জবাব দিলেন একই পদ প্রার্থী শেখ মোহাম্মদ আসলাম। নির্বাচনে সম্মিলিত পরিষদের প্রতিপক্ষ সমন্বয় পরিষদ। অথচ সালাউদ্দিন-সালামের সম্মিলিত পরিষদের প্রধান সমন্বয়ক শামসুল হক চৌধুরী প্রতিপক্ষকে প্যানেলের মর্যাদা দিতেই নারাজ। ঢাকায় সীমাবদ্ধ কাজী সালাউদ্দিনের নির্বাচনী প্রচারণা। তবে তৃণমূলের সংগঠকদের নিয়ে গড়া সমন্বয় পরিষদের নজর শিকরে। ইশতেহারেও প্রাধান্য পাবে জেলার ফুটবল। জেলা, বিভাগ ঘুরে পরিবর্তনের ডাক শুনতে পাচ্ছেন এই প্যানেলের প্রার্থীরা।
×