ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

করোনায় বিদেশী সহায়তা পেল ৮শ’ পরিবার

প্রকাশিত: ২০:৪০, ২৬ সেপ্টেম্বর ২০২০

করোনায় বিদেশী সহায়তা পেল ৮শ’ পরিবার

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ মহামারী করোনায় পুরো পৃথিবীর মতো নিজ দেশের বাসিন্দারাও যখন বিপর্যস্ত, ঠিক তখনই শুধু স্বাধীনতার টানে বাঙালীদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন মধ্য ইউরোপের ক্ষুদ্রতম স্বাধীন রাষ্ট্র লিশটেনস্টাইনের দাতা সংস্থা। তারই ধারবাহিকতায় করোনায় কর্মহীন হয়ে পড়া গৌরনদী উপজেলার প্রকৃত দিনমজুর, হতদরিদ্র, প্রতিবন্ধী, বিধবা, স্বামী পরিত্যক্তা, করোনার কারণে বিদেশ ফেরত শ্রমিকসহ মোট আট শ’ পরিবারকে বিভিন্ন মাধ্যমে শতভাগ যাচাই-বাছাই করে খাদ্য সহায়তা ও সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে। হিলফে ফিউর বাংলাদেশের উদ্যোগে লিশটেনস্টাইনের অর্থায়নে ও বেসরকারী স্বেচ্ছাসেবী সাহায্য সংস্থা আলোক বাংলার উদ্যোগে দ্বিতীয় দিনের ন্যায় ধানডোবা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শুক্রবার সকালে দক্ষিণ ধানডোবা গ্রামের ১১০টি পরিবারের মাঝে বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। আলোক বাংলার নির্বাহী পরিচালক (উন্নয়ন) জাহিদুল ইসলাম বলেন, শুধু শারীরিক দূরত্ব বজায় রাখার শর্তে পাঁচটি গ্রামের আট শ’ পরিবারকে না করে পর্যায়ক্রমে অন্য পরিবারগুলোর মাঝে খাদ্য সহায়তা ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হবে।
×