ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ওমরের মুক্তি দাবি দুই শতাধিক বিশিষ্টজনের

প্রকাশিত: ২০:২৭, ২৬ সেপ্টেম্বর ২০২০

ওমরের মুক্তি দাবি দুই শতাধিক বিশিষ্টজনের

ভারতে দেশদ্রোহিতা আইনের আওতায় দিল্লীর জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ওমর খালিদের মুক্তির দাবি তুলেছেন মার্কিন বুদ্ধিজীবী অধ্যাপক নোম চমস্কি, বুকারজয়ী উপন্যাসিক ও ভারতীয় বুদ্ধিজীবী সালমান রুশদি ও মীরা নায়ারসহ ২০০ জনের বেশি সাহিত্যিক, পরিচালক, শিক্ষাবিদ ও সমাজের অন্য বিশিষ্টজনেরা। বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে গ্রেফতার হওয়া এই ছাত্রনেতার মুক্তির দাবি জানান তারা। খবর হিন্দুস্তান টাইমস অনলাইনের। গত ফেব্রুয়ারিতে দিল্লীর সাম্প্রদায়িক সহিসংতার ঘটনায় নিহত হন ৫৩ জন। দিল্লী পুলিশের স্পেশ্যাল ব্রাঞ্চের অভিযোগ, ধারাবাহিক সহিংসতার ঘটনায় ওমর খালিদ ছিলেন অন্যতম ষড়যন্ত্রকারী। সহিংসতার ঘটনায় অন্যতম অভিযুক্ত আম আদমি পার্টির কাউন্সিলর তাহির হুসেনের সঙ্গে প্রত্যক্ষ যোগ ছিল ওমর খালিদের। দু’জনে মিলে পরিকল্পনা করে সহিংসতা বাড়াতে ভূমিকা পালন করেছেন। ওই সময় সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে বিক্ষোভে উস্কানিমূলক ভাষণ দিয়েছিলেন বলে অভিযোগ দায়ের হয় ওমর খালিদের বিরুদ্ধে।
×