ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গভীর খাদের কিনারায় ইসরাইল ॥ নেতানিয়াহু

প্রকাশিত: ১৬:০৬, ২৫ সেপ্টেম্বর ২০২০

গভীর খাদের কিনারায় ইসরাইল ॥ নেতানিয়াহু

অনলাইন ডেস্ক ॥ ইসরাইলে প্রতিদিনই রেকর্ড সংখ্যাক মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। ২৪ ঘণ্টায় সাড়ে ৭ হাজার মানুষের দেহে কোভিড-১৯ শনাক্ত হওয়ায় বিপাকে নেতানিয়াহু সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্বের প্রথম দেশ হিসেবে দ্বিতীয় দফায় লকডাউনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহু। তার দেশ ‘গভীর খাদের কিনারায়’ রয়েছে বলেও সতর্ক করেছেন তিনি। স্থানীয় প্রশাসন সাধারণ মানুষকে জরুরি প্রয়োজন ছাড়া ঘোরাফেরা না করতে বিশেষ অনুরোধ করেছে। তারপরও বিনা প্রয়োজনে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন অনেকে। এর মধ্যেই ইসরাইলের সেনা বাহিনী নুতন সংক্রমিতদের জন্য বৃহদাকারের একটি ফিল্ড হাসপাতাল নির্মাণ করছেন। সেখানে জরুরিভিত্তিতের তাদের চিকিৎসা দেয়া হবে। ৯০ লাখ জনবসতি ইসরাইলে এখন দুই লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। সংক্রমণ বাড়তে থাকায় হাসপাতালে রোগীদের ভর্তি না করে ফিরিয়ে দিচ্ছে।
×