ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আদমদীঘিতে নড়বড়ে ব্রিজ দিয়ে ঝুঁকি নিয়ে চলছে ট্রেন

প্রকাশিত: ১৬:০৪, ২৫ সেপ্টেম্বর ২০২০

আদমদীঘিতে নড়বড়ে ব্রিজ দিয়ে ঝুঁকি নিয়ে চলছে ট্রেন

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার ॥ বগুড়ার আদমদীঘি উপজেলার নসরতপুর ও আলতাব নগর রেলওয়ে স্টেশনের মাঝে বড়পুল নামে পরিচিত রেল ব্রিজের অবস্থা অত্যন্ত ঝুঁকিপুর্ণ হয়ে পড়েছে। ব্রিজের ওপর রেল লাইনের শ্লিপার আটকানোর ক্লিপ, নাট-বোল্ট নড়বড়ে হয়ে গেছে। ফলে শ্লিপারগুলো এলোমেলো ভাবে সরে ফাঁকা হয়ে গেছে। ঝুঁকিপুর্ণ এব্রিজের ওপর দিয়ে সান্তাহার-লালমনিরহাট রেলপথে প্রতিদিন ঝুঁকি নিয়ে ট্রেন চলাচল করছে। যে কোনে মূহুর্তে দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীরা। সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রিজের ওপর রেলওয়ে শ্লিপার আটকানোর নাট-বোল্টের সংযোগ নেই। স্লিপারগুলো এলোমেলো ভাবে সরে বিস্তর ফাঁকা হয়ে গেছে। এর অধিকাংশের ক্লিপ, নাট-বোল্ট নেই। এলাকার লোকজন বাঁশের বাতা বা ফালি দিয়ে শ্লিপারগুলো আটনোর চেষ্টা করেছেন। কিন্তু বর্ষা মৌসুমের এবং গত কয়েক দিনের বৃষ্টিতে কাঠের শ্লিপার ও বাঁশের ফালিগুলো পচে গিয়ে খসে পড়েছে। নসরতপুরের ধনতলা গ্রামের সাকলাইন হোসেন জানান, ২০১৪ সালে সরকার বিরোধী আন্দোলনের সময় বিএনপি ও জামায়াতের লোকজন বড়পুল নামের ওই ব্রিজের কাঠের শ্লিপারে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। ফলে এব্রিজের শ্লিপারগুলো আধা পোড়া হয়ে ক্ষতিগ্রস্থ হয়। কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ পোড়া শ্লিপারগুলো পাল্টানো হয়নি। করেনি কোন সংস্কার কাজ। বিগত ৬বছরের ব্যবধানে পোড়া শ্লিপারগুলো পচে গেছে। এমন মারাত্বক ঝুঁকিপুর্ণ অবস্থায় ট্রেন চলাচলের সময় বিকট শব্দ হয়। জরুরী ভিত্তিতে নতুন শ্লিপার, নাট-বোল্ট দিয়ে সংস্কার বা মেরামত করা না হলে বড় ধরনের দুর্ঘটনায় যানমালের ক্ষয়ক্ষতি আশঙ্কা রয়েছে। এব্যাপারে সান্তাহার রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার রেজাউল করিম ডালিম গণমাধ্যম কর্মীদের জানান, রেলওয়ের ব্রিজ গুলো দেখ-ভাল করেন ব্রিজ বিভাগ। সান্তাহারে এবিভাগের কার্যালয় নেই। তবে জনগুরুত্বপুর্ণ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দ্রুত জানানো হবে।
×