ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রখ্যাত সংগীতশিল্পী এসপি বালাসুব্রহ্মণ্যম আর নেই

প্রকাশিত: ১৫:১৮, ২৫ সেপ্টেম্বর ২০২০

প্রখ্যাত সংগীতশিল্পী এসপি বালাসুব্রহ্মণ্যম আর নেই

অনলাইন ডেস্ক ॥ উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী ও অভিনেতা এসপি বালাসুব্রহ্মণ্যম আর নেই। আজ শুক্রবার ৭৪ বছর বয়সে করোনা ভাইরাস সংক্রমণজনিত জটিলতায় তিনি মৃত্যুবরণ করেছেন। উপমহাদেশের ১৬টি ভাষায় অগণিত গান গেয়েছেন শ্রীপতি পণ্ডিতারাধ্যুলা বালাসুব্রহ্মণ্যম ‘এসপিবি’। অনেকগুলো সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ও করেছেন তিনি। চেন্নাইয়ের একটি হাসপাতাল থেকে সুব্রহ্মণ্যমের ছেলে এসপি চরণ ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘এসপিবি সবার। তিনি তাঁর সংগীতেই বেঁচে থাকবেন। আমার বাবা দুপুর ১:০৪ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। ’ হাসপাতাল সূত্র জানায়, থিরু এস পি বালাসুব্রহ্মণ্যম গত ৫ আগস্ট হাসপাতালে ভর্তি হন। ১৪ আগস্টে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। গুরুতর কোভিড-১৯ নিউমোনিয়ায় ভুগছিলেন তিনি। ৪ সেপ্টেম্বর তিনি করোনামুক্ত হন। এরপর সর্বোচ্চ লাইফ সাপোর্টে থাকা সত্ত্বেও ২৫ সেপ্টেম্বর দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
×