ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কলাপাড়া পৌরসভার ১০ সড়কের দ্রুত মেরামতের প্রয়োজন

প্রকাশিত: ১৩:৪২, ২৫ সেপ্টেম্বর ২০২০

কলাপাড়া পৌরসভার ১০ সড়কের দ্রুত মেরামতের প্রয়োজন

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী ॥ কলাপাড়া পৌরসভার অন্তত ১০টি সড়কের বেহাল দশা। খানা-খন্দে একাকার হয়ে গেছে। প্রবল বৃষ্টিতে সড়কগুলোর এমন দশা হয়েছে। সড়কগুলোর সবচেয়ে বেশিক্ষতি করেছে ছয় চাকার দৈত্যাকৃতির অবৈধ যান হামজা-ট্রলি চলাচলের কারণে। বর্তমানে পৌরশহরের সদর সড়ক, উপজেলা সড়কের আংশিক, অয়েলমিল সড়ক, সদ্য মেরামত করা হাসপাতালের সামনের সড়ক, রহমতপুর, এতিমখানা, পানিউন্নয়ন বোর্ডের পিছনের সড়ক, লঞ্চঘাটে যাওয়ার সড়ক, কাঁচাবাজারের সড়কের বেহাল দশা। এসড়কে বৃষ্টিতে খানাÑখন্দে একাকার হয়ে আছে। কাদাপানিতে ছয়লাব হয়ে থাকে। এসব সড়কে যাত্রীবাহী অটোবাইক, অটোরিক্সা চলাচলে ভোগান্তির শেষ নেই। পৌরসভা কর্তৃপক্ষ এমন দূর্ভোগ লাঘবে কয়েকটি সড়ক সিসি ঢালাই করে নির্মাণ ও মেরামত করেছে। ফলে ওইসব সড়কে চলাচলে ভোগান্তি অনেকটা কমেছে। তবে এসব সড়কে ঠিকাদাররা মানসম্পন্ন কাজ করেনি; পৌর নাগরিকদের এমন অভিযোগ। তারা উদাহরন টেনে বলেন, ‘সবুজবাগের সড়কের সঙ্গে সদর সড়কের এমপি রোডের সিসি নির্মাণ নি¤œমানের হয়েছে।’ একজন মুক্তিযোদ্ধা এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। পৌরসভার প্রকৌশলী মো. মিজানুজ্জামান জানান, সাড়ে পাঁচ কিলোমিটার সড়ক খারাপ অবস্থা হয়েছে। যা দ্রুত মেরামতের উদ্যোগ নেয়া হয়েছে।
×