ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সাভারে নিলা রায় হত্যার ঘটনায় আরও দুইজন গ্রেফতার

প্রকাশিত: ০১:৪৯, ২৫ সেপ্টেম্বর ২০২০

সাভারে নিলা রায় হত্যার ঘটনায় আরও দুইজন গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, সাভার, ২৪ সেপ্টেম্বর ॥ সাভারে স্কুলছাত্রী নিলা রায় (১৪) হত্যার ঘটনায় আরও দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে মানিকগঞ্জ জেলার চারীগ্রাম এলাকা থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব-৪ এর একটি দল। গ্রেফতারকৃতরা হলো মামলার প্রধান আসামি অভিযুক্ত মিজানুুর রহমানের বাবা আব্দুর রহমান ও তার মা নাজমুন্নাহার সিদ্দিকা। র‌্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দিন আহমেদ বলেন, গত ২০ সেপ্টেম্বর নিলা রায়কে হত্যার পর থেকে আত্মগোপন করে মিজানুর ও তার পরিবার। এ ঘটনায় সাভার মডেল থানায় তিনজনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৪/৫ জনের বিরুদ্ধে মামলা দায়ে করেন নিহত নিলার বাবা নারায়ণ রায়। এরপর থেকে তাদের গ্রেফতারের কার্যক্রম শুরু করা হয়। এদিন রাত আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় নিলা রায় নামে এক শিক্ষার্থী বাসায় ফেরার পথে ছুরিকাঘাতে হত্যা করে মিজানুর রহমান। নিহত নিলা মানিকগঞ্জ জেলার বালিরটেক এলাকার নারায়ণ রায়ের মেয়ে। সে তার পরিবার নিয়ে সাভার পৌর এলাকার কাজী মোকমাপাড়া এলাকার একটি বাড়িতে ভাড়া থেকে স্থানীয় এ্যাসেড স্কুলে দশম শ্রেণীতে লেখাপড়া করত। অন্যদিকে আসামি মিজানুর রহমান চৌধুরী একই এলাকার বাসিন্দা।
×