ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অনলাইন ক্যাসিনো

সেলিম প্রধানসহ ছয়জনের বিরুদ্ধে চার্জশীট

প্রকাশিত: ০০:৪০, ২৫ সেপ্টেম্বর ২০২০

সেলিম প্রধানসহ ছয়জনের বিরুদ্ধে চার্জশীট

স্টাফ রিপোর্টার ॥ অনলাইন ক্যাসিনোর হোতা সেলিম প্রধানসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে তদন্তকারী সংস্থা সিআইডি। মামলার অন্য আসামিরা হচ্ছে মোঃ আক্তারুজ্জামান, মোঃ রোমান, মোঃ আরিফুর রহমান ওরফে সীমান্ত আরিফ, চৌধুরী গোলাম মাওয়ালা ওরফে শাওন এবং ইয়াংসিক লি। সিআইডি জানায়, অনলাইনের ক্যাসিনোর মাধ্যমে অবৈধভাবে উপার্জিত ১৩ কোটি ২৮ লাখ ৮৯ হাজার ১৪৬ টাকা বিদেশে পাচারের উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিলেন সেলিম প্রধান। সিআইডি সূত্র জানায়, অনলাইন ক্যাসিনোর মাধ্যমে অবৈধভাবে উপার্জিত বিপুল পরিমাণ অর্থ ও দেশী-বিদেশী মুদ্রা পাচারের উদ্দেশ্যে রাখার দায়ে ২০১৯ সালের ২ অক্টোবর রাজধানীর গুলশান থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে সেলিম প্রধানসহ ছয়জনের বিরুদ্ধে একটি মামলা (নম্বর-৪) দায়ের করা হয়। এছাড়া, আসামিদের ৮৩টি ব্যাংক এ্যাকাউন্টের তথ্য সংগ্রহ এবং ফ্রিজ করা হয়েছে। তবে এ বিষয়ে আলাদাভাবে অনুসন্ধান করছে তদন্তকারী সংস্থা সিআইডি।
×