ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আইপিএল

রাহুলের সেঞ্চুরি, ব্যাঙ্গালুরুকে উড়িয়ে দিল পাঞ্জাব

প্রকাশিত: ০০:৩৪, ২৫ সেপ্টেম্বর ২০২০

রাহুলের সেঞ্চুরি, ব্যাঙ্গালুরুকে উড়িয়ে দিল পাঞ্জাব

জনকণ্ঠ ডেস্ক ॥ লক্ষ্য ২০৭ রানের, প্রথম তিন ওভার শেষে দলের সংগ্রহ ৩ উইকেটে মাত্র ৫ রান। ম্যাচের ফল কার্যত তখনই বলে দেয়া যায়। তবু এবি ডি ভিলিয়ার্স ও এ্যারন ফিঞ্চের মতো ব্যাটসম্যানরা উইকেটে থাকলে অতি নাটকীয় কিছুর আশা থেকেই যায়। রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর সেই আশাও শেষ করতে ৮.২ ওভারের বেশি সময় নেয়নি কিংস ইলেভেন পাঞ্জাব। শুরুর তিন ওভারেই দেবদূত পাড্ডিকাল, জশুয়া ফিলিপ ও বিরাট কোহলিকে সাজঘরে ফেরত পাঠানোর পর বাকি দুই কাঁটা ফিঞ্চ ও ডি ভিলিয়ার্সকে সরাতে ৮.২ ওভার সময়ে নিয়েছে পাঞ্জাবের বোলাররা। খবর ক্রিকইনফোর। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের ৮.২ ওভারে মাত্র ৫৭ রান তুলতেই প্রথম পাঁচ উইকেট হারিয়ে ফেললে আর জয়ের আশা বলতে কিছু বাকি থাকে না। যেমনটা ছিল না ব্যাঙ্গালুরুর ইনিংসে। শেষ দিকের ব্যাটসম্যানরা খেলে গেছেন পরাজয়ের ব্যবধান কমাতে। তাতে কাজের কাজ হয়নি কিছুই, শুধু পিছিয়েছে পাঞ্জাবের জয়ের ক্ষণ। প্রথম ম্যাচে দিল্লী ক্যাপিটালসের বিপক্ষে সুপার ওভারে হারলেও, দ্বিতীয় ম্যাচে ব্যাঙ্গালুরুকে পাত্তাই দেয়নি পাঞ্জাব। অধিনায়ক লোকেশ রাহুলের সেঞ্চুরির পর বোলারদের দাপটে ৯৭ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে নিয়েছে বলিউড তারকা প্রীতি জিনতার দল। ব্যাঙ্গালুরুর পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ৩০ রান করেছেন ওয়াশিংটন সুন্দর, ২৮ রান করেছেন এবি ডি ভিলিয়ার্স, ফিঞ্চের ব্যাট থেকে এসেছে ২১ রান। টপঅর্ডারের তিন ব্যাটসম্যান দেবদূত (১), ফিলিপ (০) ও কোহলি (১) আটকে গেছেন বাইনারি অঙ্কে। নিচের ব্যাটসম্যানরা চেষ্টা করলেও ১০৯ রানের বেশি যায়নি ব্যাঙ্গালুরুর ইনিংস। পাঞ্জাবের ৯৭ রানের বিশাল জয়ে বল হাতে ৩টি করে উইকেট শিকার করেছেন দুই লেগ স্পিনার রবি বিষ্ণুই ও মুরুগান অশ্বিন। এছাড়া বাঁহাতি ক্যারিবীয় পেসার শেলডন কটরেলের শিকার ২ উইকেট। তবে ম্যাচ সেরার পুরস্কারটা জিতেছেন রেকর্ড সেঞ্চুরি করা লোকেশ রাহুলই। এর আগে একটা সময় মনে হচ্ছিল, কিংস ইলেভেন পাঞ্জাবের সংগ্রহটা হয়ত ১৬০ রানের আশপাশে থাকবে। লোকেশ রাহুল একাই সব হিসাব-নিকাশ পাল্টে দিলেন। এবারের আইপিএলের প্রথম সেঞ্চুরিটা এলো এই ওপেনারের ব্যাট থেকেই, সেটাও আবার বিধ্বংসী রূপে।
×