ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কুমার শানুর কণ্ঠে ‘নোয়াখাইল্লা মাইয়া’

প্রকাশিত: ২৩:৪৪, ২৫ সেপ্টেম্বর ২০২০

কুমার শানুর কণ্ঠে ‘নোয়াখাইল্লা মাইয়া’

সংস্কৃতি ডেস্ক ॥ উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী কুমার শানু সম্প্রতি কবি রাজুব ভৌমিকের লেখা ‘নোয়াখাইল্লা মাইয়া’ গানটির রেকর্ডিং কাজ শেষ করেছেন। নোয়াখাইল্লা মাইয়া গানটি নোয়াখালীর মেয়েদের জয়গানে ভরপুর একটি ভিন্নধর্মী গান। স্টুডিও জয়ার ব্যানারে নির্মিত গানটিতে সুর ও সঙ্গীত পরিচালনা করেন রাজন সাহা। শিল্পী কুমার শানু বলেন, ‘গানটি গেয়ে আমার খুব লেগেছে। গানটির কথা ও সুর বেশ চমৎকার। গানটি শুনে নোয়াখালীর মানুষ, বিশেষ করে মেয়েরা বেশ খুশি হবে গানটি পেয়ে।’ স্টুডিও জয়ার কর্ণধার এবং সঙ্গীত পরিচালক রাজন সাহা বলেন, ‘গানের কথাতে একটা অঞ্চলের মেয়ের চারিত্র্যিক মাধুরতা ফোটে উঠেছে, যা আমাকে গানের ভেতর মনোনিবেশ করতে সাহায্য করেছে। আমি আজকে মিউজিক ডাইরেক্ট রাজন সাহা বেড়ে ওঠার পেছনে নোয়াখালীর মানুষের অবদান সবচেয়ে বেশি। নোয়াখালী মানুষের প্রতি শ্রদ্ধা ও ভালবাসা থেকেই আমার এই কাজটি করা। অনেক ধন্যবাদ গুণী গীতিকার রাজুব ভৌমিককে, আমার ওপর আস্থা রাখার জন্য। আসছে ইংরেজি নববর্ষে ‘নোয়াখাইল্লা মাইয়া’ শিরোনামের গানটি প্রযোজনা প্রতিষ্ঠান স্টুডিও জয়ার অফিসিয়াল ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে।’ গানটি নিয়ে কবি ও লেখক রাজুব ভৌমিক বলেন, ‘নোয়াখাইল্লা মাইয়া গানটি একটি ব্যতিক্রমধর্মী গান। গানটির সুর করেছেন আমার প্রিয় সুরকার রাজন সাহা। কণ্ঠ দিয়েছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী কুমার শানু। যার গান শুনতে শুনতে আমি বড় হয়েছি। এই গানের কথাতে নোয়াখালীর কিছু সচরাচর ব্যবহৃত শব্দ যোগ করেছি যা শ্রোতাদের আনন্দ দিবে বলে আমার দৃঢ় বিশ্বাস।’
×