ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নেপালে চীন বিরোধী বিক্ষোভ

প্রকাশিত: ২৩:৩৯, ২৫ সেপ্টেম্বর ২০২০

নেপালে চীন বিরোধী বিক্ষোভ

নেপালে চীনা নির্মাণের বিরুদ্ধে বুধবার বিক্ষোভ করেছে দেশটির একটি সিভিল সোসাইটি গ্রুপ। ওই গ্রুপটি হুমলা জেলায় বিক্ষোভ প্রদর্শন করে। এদিকে চীন দাবি করেছে, ওই নির্মাণ তাদের নিজেদের এলাকার মধ্যেই হয়েছে। বিক্ষোভ প্রদর্শনকারীরা ‘নেপালের মাটি ফিরিয়ে দাও’ বলেও বিক্ষোভ করেন। একই সঙ্গে ‘চীনা সম্প্রসারণবাদ রুখে দাও’ বলেও চিৎকার-চেচামিচি করেন। গণমাধ্যমে বলা হয়েছে, হুমলা জেলার কাছেই ১১টি নির্মাণ করে চীনা সেনা। এতেই ক্ষুব্ধ হয়ে সরব হয় নেপালের একটি সিভিল সোসাইটি গ্রুপ। তবে চীনের দাবি, এই নির্মাণ তারা নিজেদের এলাকার মধ্যেই করেছে। অন্যদিকে মঙ্গলবার ভারত-চীন বৈঠক শেষে বড় সিদ্ধান্ত ঘোষণা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। -ওয়েবসাইট
×