ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জার্মানিতে আজানের ওপর নিষেধাজ্ঞা বাতিল

প্রকাশিত: ২৩:৩৯, ২৫ সেপ্টেম্বর ২০২০

জার্মানিতে আজানের ওপর নিষেধাজ্ঞা বাতিল

জার্মানির একটি উচ্চ আদালত আজানের ওপর নিষেধাজ্ঞার রায় নাকচ করেছে। দেশটির পশ্চিমের একটি শহরের এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে ২০১৮ সাল থেকে আজান দেয়া নিষিদ্ধ করেছিল আদালত। আগের নিষেধাজ্ঞা বাতিল করে বুধবার জার্মানির ওই আদালত জানায় মসজিদে আজান ধর্মীয় অধিকার, রাষ্ট্র সেখানে হস্তক্ষেপ করতে পারে না। এই অধিকার অন্য ধর্মের অধিকারেও হস্তক্ষেপ করে না। দেশটির উচ্চ আদালত আরও বলেছে সপ্তাহে একদিন যে ভাবে সেখানে আজান দেয়া হতো, তা আগের মতোই করা যাবে। ধর্মীয় অধিকারের স্পষ্ট ব্যাখ্যাও দিয়ে আদালত বলেছে, অন্যের ধর্মের আচারের সংস্পর্শে আসা কখনও নিজের ধর্মে হস্তক্ষেপ হতে পারে না। ফলে ওই খ্রীস্টান দম্পতির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ২০১৮ সাল জার্মানির মুনস্টার শহরের এক খ্রীস্টান দম্পতি আদালতে অভিযোগ করে তাদের বাড়ি থেকে এক কিলোমিটার দূরে একটি মসজিদ আছে। সেখানে সপ্তাহে একদিন আজান দেয়া হয়। যা এক কিলোমিটার দূর থেকে শোনা যায়। তারা খ্রীস্টান, ওই আজানের শব্দ তাদের ধর্মীয় অধিকারে হস্তক্ষেপ করে।
×