ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সৌদি আরবে রাজনৈতিক দলের জন্ম

প্রকাশিত: ২৩:৩৮, ২৫ সেপ্টেম্বর ২০২০

সৌদি আরবে রাজনৈতিক দলের জন্ম

রাজতন্ত্রের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে ভিন্নমতাবলম্বীরা সৌদিতে ‘ন্যাশনাল এ্যাসেম্বলি পার্টি’ নামে বিরোধী দল গঠন করেছে। বুধবার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে নির্বাসিত সৌদি নাগরিকেরা ওই দল গঠনের ঘোষণা দেন। বাদশাহ সালমানের নেতৃত্বের বিরুদ্ধে এটাই সে দেশে প্রথম কোন সংগঠিত রাজনৈতিক প্রতিরোধ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। খবর এএফপি ও আল জাজিরা অনলাইনের। ঘোষিত রাজনৈতিক দলের ঘনিষ্ঠ একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, দলের নেতৃস্থানীয় পর্যায়ে রয়েছেন লন্ডনভিত্তিক বিশিষ্ট মানবাধিকার কর্মী ইয়াহা আসিরি। সদস্যদের মধ্যে রয়েছেন শিক্ষাবিদ মাদায়ি আল-রশিদ, গবেষক সাঈদ বিন নাসের আল-গামদি, যুক্তরাষ্ট্রে নির্বাসিত আবদুল্লাহ আলাউদ এবং কানাডায় থাকা ওমর আবদুল আজিজ। বুধবার নতুন দলের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে: ‘আমরা ন্যাশনাল এ্যাসেম্বলি পার্টি নামের একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিচ্ছি। আমাদের লক্ষ্য সৌদি আরবে গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রবর্তন করা’। নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা মানেই প্রবল ক্ষমতাধর সৌদি রাজতান্ত্রিক ব্যবস্থার পতন নয়। তবে তেলের দাম হ্রাস পাওয়ার পাশাপাশি জি-২০ বৈঠক নিয়ে ব্যস্ত সৌদি শাসকের জন্য এটি স্পষ্টত একটি চ্যালেঞ্জ আকারে হাজির হয়েছে।
×