ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আইপিএল শেষ মিচেল মার্শের

প্রকাশিত: ২৩:২৮, ২৫ সেপ্টেম্বর ২০২০

আইপিএল শেষ মিচেল মার্শের

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথম ম্যাচই শেষ ম্যাচ হয়ে থাকল মিচেল মার্শের। গোড়ালির চোটে তাকে ছিটকে যেতে হলো এবারের আইপিএল থেকে। সানরাইজার্স হায়দরাবাদ খুঁজে নিল মার্শের বিকল্প হিসেবে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জেসন হোল্ডারকে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে নিজের ওভারের দ্বিতীয় বলেই গোড়ালিতে চোট পান মার্শ। যন্ত্রণা নিয়ে চার বল করার পরই তিনি বেরিয়ে যান মাঠ থেকে। পরে আর ব্যাট করতে নামেননি তিনি। দাঁড়াতেই তার সমস্যা হচ্ছিল। চোটের কারণে এর আগেও টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছিল মার্শকে। ২০১৭ সালে কাঁধের চোটের জন্য মার্শ পুরো আইপিএল খেলতে পারেননি। সেবার তিনি ছিলেন রাইজিং পুনে সুপারজায়ান্ট দলে। এবার তাকে ২ কোটি রুপী দিয়ে কিনেছিল সানরাইজার্স। দলের প্রথম পছন্দই ছিলেন তিনি। মার্শের জায়গায় দলে আসা হোল্ডার অবশ্য এর আগেও সানরাইজার্সের হয়ে খেলেছেন। কলকাতা নাইট রাইডার্সের হয়েও খেলেছিলেন তিনি। টেস্ট ক্রিকেটে হোল্ডার স্বমহিমায় ধরা দিলেও সীমিত ওভারের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার যে কোন কারণেই হোক নিজেকে মেলে ধরতে পারেননি। টেস্টে তার হাতে দেশের নেতৃত্বের আর্মব্যান্ড থাকলেও সাদা বলের ক্রিকেটে দেশের নেতৃত্ব তার হাত থেকে কেড়ে নেয়া হয়। সীমিত ওভারের ক্রিকেটে তার জায়গায় কায়রন পোলার্ডকে করা হয় ক্যাপ্টেন। এবারের আইপিএলে শুরুটা ভাল হয়নি সানরাইজার্স হায়দরাবাদের। আরসিবির কাছে হারতে হয়েছে প্রথম ম্যাচে। তার ওপরে মার্শ চোট পেয়ে ছিটকেই গেলেন। শুরুর ধাক্কা সামলে ওঠাই এখন সানরাইজার্সের কাছে চ্যালেঞ্জ।
×