ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কা সফর না হলে আসবেন না ভেট্টরি

প্রকাশিত: ২৩:২৭, ২৫ সেপ্টেম্বর ২০২০

শ্রীলঙ্কা সফর না হলে আসবেন না ভেট্টরি

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর নিয়ে ধোঁয়াশা কাটেনি। মূলত সফরকারী দলের কোয়ারেন্টাইনে থাকার সময়সীমা কতদিনের হবে এবং নীতিমালা কি হতে পারে তা নিয়ে সমাধানে আসতে না পারাতেই সফরটি চূড়ান্ত হয়নি। আর দলের সফর চূড়ান্ত না হওয়াতে এখন পর্যন্ত স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টরি আসেননি বাংলাদেশে। বুধবার তার আসার কথা থাকলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে সফরটি না হলে আপাতত আসবেন না এই কিউই কিংবদন্তি। শ্রীলঙ্কা সফর নিয়ে জটিলতা এখনও কাটেনি দুই বোর্ড সফরকারী বাংলাদেশ দলের কোয়ারেন্টাইনে থাকার সময়সীমা নিয়ে নিশ্চিত হতে না পারাতে। তবে শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) সর্বশেষ প্রস্তাবনা অনুসারে ৭ দিন বাংলাদেশে ও ৭ দিন শ্রীলঙ্কায় গিয়ে কোয়ারেন্টাইনে থাকতে হবে। যদিও তা আনুষ্ঠানিক আকারে আসেনি। তাই ধোঁয়াশাও কাটেনি। ব্যাটিং কোচ ম্যাকমিলান ও স্পিন কোচ ভেট্টরিকে বাংলাদেশে আসতে বলেছিল বিসিবি। কিন্তু বাবার মৃত্যুর কারণে দায়িত্বই নিতে পারবেন না বলে সরে দাঁড়ান ম্যাকমিলান।
×