ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উয়েফার বর্ষসেরা ॥ গত দশ বছরে এই প্রথম সেরা তিনে নেই দুই সেরা ফুটবলার, শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ডি ব্রুইন, লেভানডোস্কি ও নিউয়ের

সংক্ষিপ্ত তালিকায় ঠাঁই হয়নি রোনাল্ডো-মেসির

প্রকাশিত: ২৩:২৬, ২৫ সেপ্টেম্বর ২০২০

সংক্ষিপ্ত তালিকায় ঠাঁই হয়নি রোনাল্ডো-মেসির

স্পোর্টস রিপোর্টার ॥ বিষয়টি অনুমিতই ছিল। অবশেষে সেটাই হয়েছে। এবার দীর্ঘ ১০ বছর পর উয়েফা বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়নি সময়ের দুই সেরা ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনাল্ডোর। সেরা তিনে ঠাঁই করে নিয়েছেন উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের চ্যাম্পিয়ন বেয়ার্ন মিউনিখের গোলরক্ষক ও অধিনায়ক ম্যানুয়েল নিউয়ের, একই ক্লাবের পোলিশ ফরোয়ার্ড রবার্ট লেভানডোস্কি এবং ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির বেলজিক প্লেমেকার কেভিন ডি ব্রুইন। বুধবার রাতে এই তালিকা প্রকাশ করেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। আগামী ১ অক্টোবর সুইজারল্যান্ডের নিওঁতে ২০২০-২১ মৌসুমের চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপপর্বের ড্র অনুষ্ঠানে ঘোষণা করা হবে বর্ষসেরা ফুটবলারের নাম। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরির পজিশনভিত্তিক সেরা খেলোয়াড়ের নামও ঘোষণা করা হবে। শুধু তাই নয়, ঘোষণা করা হবে উয়েফা বর্ষসেরা নারী খেলোয়াড়ের নাম। মূলত ড্র অনুষ্ঠানে বর্ষসেরা পুরুষ ফুটবলার কে হবেন সেদিকেই সবার কৌতূহল বেশি থাকে। ২০১৯-২০ মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগ ও ইউরোপা লীগের গ্রুপপর্ব মিলিয়ে ৮০টি ক্লাবের কোচ ও উয়েফায় প্রতিনিধিত্বকারী দেশগুলোর ৫৫ জন সাংবাদিকদের ভোটে করা হয়েছে এই তালিকা। অবশ্য কোচদের নিজের দলের খেলোয়াড়দের ভোট দেয়ার সুযোগ নেই। গত সপ্তাহে চারটি পজিশনের প্রতিটির জন্য তিনজনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে উয়েফা। ওই সময় সেরা ফরোয়ার্ডের তালিকায় সুযোগ হয়নি মেসি-রোনাল্ডোর। তখনই অনেকটা নিশ্চিত ছিল এবার দীর্ঘ এক দশক পর এই দুই তারকার আধিপত্যের অবসান হচ্ছে। শেষ পর্যন্ত বর্ষসেরার তালিকায় জায়গা না পাওয়ার মধ্য দিয়ে সেটাই সত্যি হয়েছে। অথচ গত ১০ বছরের মধ্যে এমন কোন বছর যায়নি যেখানে মেসি কিংবা রোনাল্ডোর নাম সংক্ষিপ্ত তিনজনের তালিকায় ছিল না। সদ্য শেষ হওয়া ২০১৯-২০ মৌসুমে ঐতিহাসিক ট্রেবল জয় করে জার্মান জায়ান্ট বেয়ার্ন মিউনিখ। এই পথে বাভারিয়ানরা জয় করে চ্যাম্পিয়ন্স লীগ, জার্মান বুন্দেসলিগা ও জার্মান কাপের শিরোপা। বেয়ার্নের এই সাফল্যে বড় ভূমিকা রেখেছেন লেভানডোস্কি। গেল মৌসুমে বেয়ার্নের হয়ে সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৫৫ গোল করেছেন পোলিশ তারকা। সংখ্যাগরিষ্ঠের মতে এবার বর্ষসেরা এ্যাওয়ার্ড উঠতে যাচ্ছে লেভার হাতেই। চলতি বছর ব্যালন ডি’অর জয়ের দৌড়েও সবার আগে ছিলেন তিনি। কিন্তু করোনা মহামারীর কারণে এবার ব্যালন ডি’অর অনুষ্ঠিত না হওয়ায় সেই সুযোগ হাতছাড়া হচ্ছে পোলিশ অধিনায়কের। বেয়ার্নের গোলপোস্টে অতন্দ্র প্রহরীর ভূমিকায় ছিলেন অধিনায়ক নিউয়ের। বিশেষ করে ফাইনালে পিএসজির বেশ কয়েকটি নিশ্চিত গোল তিনি অসামান্য দক্ষতায় ফিরিয়ে দেন। সেরার দৌড়ে তাই নিউয়েরও থাকছেন ভালমতো। সেরা ফুটবলারের দৌড়ে তালিকায় তৃতীয় নামটি ম্যানসিটি তারকা ব্রুইনের। তার দল গত মৌসুমে কোন ট্রফি জিততে না পারলেও মাঝামাঠে আলো ছড়িয়েছেন বেলজিক তারকা। সেরা কোচের মনোনয়ন তালিকাতে প্রত্যাশিতভাবে আছেন বেয়ার্ন কোচ হান্সি ফ্লিক। যিনি গত নবেম্বরে দায়িত্ব নিয়ে বাভারিয়ানদের ট্রেবল জিতিয়েছেন। সেরা কোচের দৌড়ে বাকি দু’টি নাম জার্গেন ক্লপ ও জুলিয়ান নাগেলসম্যান। এদের মধ্যে ক্লপ লিভারপুলকে ৩০ বছর পর ইংলিশ প্রিমিয়ার লীগ শিরোপা এনে দিয়েছেন। আর নাগেলসম্যান জার্মান ক্লাব আরবি লাইপপজিগকে গত মৌসুমে ইউরোপ সেরার দৌড়ে নিয়ে যান সেমিফাইনাল পর্যন্ত। সেরা মহিলা ফুটবলারের দৌড়ে আছেন চ্যাম্পিয়ন্স লীগ জয়ী ফ্রান্সের অলিম্পিক লিঁওর দুই ফুটবলার ওয়েন্ডি রেনার্ড ও লুসি ব্রোঞ্জ। আরেকজন রানার্সআপ জার্মান ক্লাব ওলফসবার্গের পার্নিল হার্ডার। বর্ষসেরা ফুটবলারের পাশপাশি সেরা গোলরক্ষকের তালিকায়ও আছেন নিউয়ের। সেরা গোলরক্ষকদের তালিকায় তার সঙ্গে আছেন পিএসজির কেইলর নাভাস ও এ্যাটলেটিকো মাদ্রিদের ইয়ান ওবলাক। ডিফেন্ডারদের তালিকায় থাকা ডেভিড আলাবা, আলফোনসো ডেভিস ও জসুয়া কিমিচ তিনজনই বেয়ার্নের। মিডফিল্ডারদের তালিকায় বেয়ার্নের টমাস মুলার ও থিয়াগো আলকান্তারার সঙ্গে আছেন ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইন। আর ফরোয়ার্ডের লড়াই হবে নেইমার, এমবাপে ও লেভানডোস্কির মধ্যে।
×