ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লঙ্কা সফরের অনিশ্চয়তা কাটছে না!

প্রকাশিত: ২৩:২৫, ২৫ সেপ্টেম্বর ২০২০

লঙ্কা সফরের অনিশ্চয়তা কাটছে না!

স্পোর্টস রিপোর্টার ॥ শ্রীলঙ্কার কোভিড টাস্কফোর্সের কর্মকর্তা ড. জয়ারুয়ান বান্দারা সম্প্রতি জোর দিয়ে বলেছেন, ‘কোন প্রেক্ষাপটেই নিয়ম শিথিল করা যাবে না।’ তাহলে কী বাংলাদেশের ক্রিকেটারদের বেলাতেও একই নিয়ম বহাল থাকবে? কোনভাবেই মুমিনুল হক, তামিম ইকবাল, মুশফিকুর রহিমদের জন্য কোয়ারেন্টাইনের নিয়ম শিথিল করবে না শ্রীলঙ্কা সরকার? তাই যদি হয় তাহলে তো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফরের অনিশ্চয়তা যে কাটছে না তা আরও গভীর অনিশ্চয়তায় পড়ে যাচ্ছে। আবার শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে শেষবারের মতো আজ ক্রিকেটারদের করোনা পরীক্ষার নমুনা নেয়ার কথা। তাও সম্ভবত হচ্ছে না। এই অনিশ্চয়তার মধ্যেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঠিকই ক্রিকেটারদের প্রস্তুত রাখছে। জৈব সুরক্ষিত বলয়ে ক্রিকেটারদের রেখে প্রস্তুতি ক্যাম্প করাচ্ছে। যখনই শ্রীলঙ্কা থেকে কোন ইতিবাচক কিছু মিলবে তখনই যেন দুই একদিনের মধ্যে ক্রিকেটাররা লঙ্কায় উড়াল দিতে পারেন, সেই ব্যবস্থা করে রাখা হচ্ছে। ক্রিকেটারদের তাই করোনা পরীক্ষা করা হচ্ছে। ২৭ ক্রিকেটারের মধ্যে ২৬ ক্রিকেটারই প্রস্তুতি ক্যাম্পে একসঙ্গে প্রস্তুতি নিচ্ছেন। পেসার আবু জায়েদ রাহী করোনা পজিটিভ হয়েছেন। তিনি ছাড়া মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাকিরা অনুশীলন করে যাচ্ছেন। সুরক্ষিত বলয়ের মধ্যে হোটেল সোনারগাঁয় থাকছেন। সেখান থেকে বলয়ের মধ্যে থেকেই শুধু মিরপুর স্টেডিয়ামে অনুশীলনের জন্য আসছেন। রাহীর করোনা উপসর্গ থাকায় তার সংস্পর্শে আসা ১০ ক্রিকেটারও আইসোলেশনে ছিলেন। আইসোলেশনে থাকা সাইফ হাসান, মোহাম্মদ মিঠুন, হাসান মাহমুদ, নাঈম হাসান, নাজমুল হোসেন শান্ত, খালেদ আহমেদ, এবাদত হোসেন, মোসাদ্দেক হোসেন, শফিউল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন করোনা নেগেটিভ হয়েছেন। বৃহস্পতিবার থেকে মুমিনুল হক, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম অনিক, মুস্তাফিজুর রহমান, ইমরুল কায়েস, তাসকিন আহমেদ, কাজী নুরুল হোসেন সোহান, মোহাম্মদ আল-আমিন হোসেন, রুবেল হোসেন, ইয়াসির আলী চৌধুরী রাব্বিদের সঙ্গে অনুশীলনও করেছেন আইসোলেশনে থাকার পর করোনা নেগেটিভ হওয়া ক্রিকেটাররা। ভালই কাটছে ক্রিকেটারদের। ধীরে ধীরে জৈব সুরক্ষিত বলয়ে অভ্যস্তও হয়ে যাচ্ছেন ক্রিকেটাররা। উপভোগও করছেন। তবে বারবার করোনা পরীক্ষার নমুনা দেয়াতে একটু অস্বস্তি থাকছেই। ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত বৃহস্পতিবার অনুশীলন শেষে বলেছেন, ‘টেস্টের (করোনা পরীক্ষা) কথা বলব যে করোনা টেস্ট দুইদিন পরপর জিনিসটা একটু অস্বস্তি লাগে। কোয়ারেন্টাইনে থাকতে কারোরই ভাল লাগে না। এত নিরাপত্তার মধ্যে থাকতে ভাল অনুভূতি হয় না। তবে ধীরে ধীরে মানিয়ে নেয়া হচ্ছে। এভাবেই অনুশীলন করতে হবে। খেলাধুলা করতে হবে। মানসিকভাবে ওইভাবে প্রস্তুত হয়ে গেছি। এখন উপভোগ করছি।’ শান্তর কাছে লকডাউন অনেক কষ্টকর ছিল। ক্রিকেট খেলা শুরু করার পর থেকেই যে লম্বা সময় কখনই মাঠ ছাড়া বাসায় থাকা হয়নি। মাঠে ফিরে এখন ভাল লাগছে। তবে লকডাউনের সময়ের ইতিবাচক দিকও খুঁজে পাচ্ছেন শান্ত। তিনি বলেছেন, ‘ইতিবাচক দিক একটা ছিল যে এই লকডাউনের ভেতরে অতীতে কোন ভুলগুলো ছিল বা অতীতে কোন জিনিসগুলো ভাল করেছি, এই বিষয়গুলো নিয়ে চিন্তা করার খুব ভাল সুযোগ ছিল। যেগুলো নিয়ে আমি কাজ করেছি। আমি মনে করি যে সামনে সুযোগ পেলে অভিজ্ঞতাটা আমার কাজে লাগবে। এই লকডাউনে ভাল খেলা বা খারাপ খেলা যেটাই করেছি সবকিছু নিয়ে ভালভাবে বিশ্লেষণ করেছি। আমার জন্য মনে হয় খুব উপকার হয়েছে। সামনে সুযোগ পেলে ভাল কিছুই হবে বলে মনে হচ্ছে।’ এখন ছন্দ ফিরে পাওয়ার দিকেই মনোযোগী শান্ত, ‘প্রত্যেকটা ক্রিকেটারের জন্যই কঠিন। যেহেতু এখন অনুশীলন করছি। মাঠে এসে সবাই মিলে অনুশীলন করছি। নেটে ব্যাটিং করছি। আমার মনে হয় মানসিকভাবে ইতিবাচক থাকলে, আমি ইতিবাচক আছিও; শুরু করতে পারলে ছন্দ ফিরে পাব। অবশ্যই কঠিন। চেষ্টা করছি। যখনই ব্যাটিং করছি, ছন্দটা ধীরে ধীরে পাওয়ার চেষ্টা চলছে। আমার মনে হয় যে সর্বশেষ দুই তিনটা ইনিংস ভাল ব্যাটিং হয়েছে। কিন্তু আমি সব থেকে বেশি যে জিনিসটা চাই যে ইনিংসগুলো যেন লম্বা হয়। ধারাবাহিক নৈপুণ্য যেন দেখাতে পারি। গুরুত্বপূর্ণ হচ্ছে, আমার ব্যাটিংয়ের ক্ষেত্রে সেট হলে যেন ইনিংসগুলো বড় হয়।’ ক্রিকেটারদের ছন্দ ফিরে পেতে হলে তো খেলাটাও লাগবে। শ্রীলঙ্কা সফর না হলে ঘরোয়া ক্রিকেটেই মনোযোগী হবে বিসিবি। ক্রিকেটারদের দ্রুত মাঠে ফেরাতে চায় বোর্ড। তবে শ্রীলঙ্কা সফরের দিকেই জোর দেয়া হচ্ছে বেশি। টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ। তাই বিশেষ নজর থাকছে। কিন্তু শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে সাতদিনের মধ্যে দুইবার ক্রিকেটার, কোচিং স্টাফ, কর্মকর্তাদের করোনা পরীক্ষা হওয়ার কথা। ২৭ সেপ্টেম্বর যাওয়া হচ্ছে না। তা নিশ্চিতই হয়ে গেছে। আর তাই আজকের শেষবারের মতো করোনা পরীক্ষা হচ্ছে না। তা না হওয়া মানে সফর বিলম্ব হচ্ছে, ঝুলেও যাচ্ছে! জানা যাচ্ছে ১৪ দিনের কোয়ারেন্টাইনের নিয়মের জন্য লঙ্কা প্রিমিয়ার লীগও (এলপিএল) অনিশ্চয়তায় পড়ে যাচ্ছে। শ্রীলঙ্কা সরকার যেভাবে কোয়ারেন্টাইনের নিয়মে কঠোর ভূমিকা রাখছে তাতে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর নিয়ে অনিশ্চয়তা কাটা দূরে থাক, অনিশ্চয়তা আরও গভীর হচ্ছে।
×