ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

খিলগাঁওয়ে ব্যবসায়ী গুলিবিদ্ধ

গাবতলীতে ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু

প্রকাশিত: ২৩:১৪, ২৫ সেপ্টেম্বর ২০২০

গাবতলীতে ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর গাবতলী বাস টার্মিনালের সামনে ট্রাকের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। এদিকে খিলগাঁওয়ে দুর্বৃত্তদের গুলিতে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। অন্যদিকে তেজগাঁও ও নারায়ণগঞ্জ থেকে ৩৫ হাজার ইয়াবাসহ আন্তঃজেলা মাদক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। অপরদিকে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৬৬ জন গ্রেফতার করা হয়েছে। খিলগাঁওয়ে বিদেশী পিস্তলসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর গাবতলী বাস টার্মিনালের সামনে ট্রাকের ধাক্কায় সিপু রানী ঘোষ (৩৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার হরিরামপুরে। দারুস সালাম থানার গাবতলী ফাঁড়ির পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে গাবতলী বাস টার্মিনালের সামনের রাস্তা পার হচ্ছিলেন সিপু রানী। এ সময় বেপরোয়াগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। ব্যবসায়ী গুলিবিদ্ধ ॥ খিলগাঁওয়ে দুর্বৃত্তদের গুলিতে মমিন রহমান (৪৯) নামের এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। পরে আহত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মমিন দক্ষিণ গোড়ান এলাকায় থাকেন। খিলগাঁও নাগদারপাড় এলাকায় তার বাড়ি আছে এবং মাছের খামার আছে। সেখানে দুটি দোকান আছে তার। হাসপাতালে মমিন জানান, বুধবার রাতে মাছের খামার দেখতে নাগদারপাড় এলাকায় যান। এ সময় একটি মোটরসাইকেলে তিন যুবক এসে তাকে খোঁজ করেন। পরে যুবকরা তাকে বাসা ভাড়া নেবে বলে জানায়। তিনি জানান, কিছু বুঝে ওঠার আগে মোটরসাইকেল আরোহী যুবকরা তাকে লক্ষ্য করে গুলি করে। এতে একটি গুলি ডান পায়ের উরুতে লাগে। পরে তিনি চিৎকার দিলে যুবকরা পালিয়ে যায়। তবে কি কারণে তাকে গুলি করা হয়েছে। তা তিনি জানাতে পরেননি। খিলগাঁও থানার পুলিশ জানায়, বুধবার রাত ৯টার দিকে খিলগাঁওয়ের নাজদারপাড় এলাকায় ঘটনাটি ঘটে। ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ॥ তেজগাঁও ও নারায়ণগঞ্জ থেকে ৩৫ হাজার ইয়াবাসহ আন্তঃজেলা মাদক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, বিল্লাল শেখ (৩৮), মোঃ ফারুক (৩৫) ও মোঃ খোকন (৩৩)। ডিবি পুলিশ জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি লালবাগ বিভাগের অভিযানে সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম রাজধানীর তেজগাঁও থানার হলিক্রস মোড়ে অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবাসহ তাদের আটক করে। পরে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে রাত সোয়া ১০টায় নারায়ণগঞ্জ সদর থানার ভিপি রোডে গ্রেফতারকৃত বিল্লাল শেখের ভাড়া বাসায় অপর এক অভিযানে ১৫ হাজার ইয়াবা উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। মাদকবিরোধী অভিযানে ৬৬ জন গ্রেফতার ॥ মাদক বিক্রি ও সেবনে অভিযোগে ৬৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর ৫০ থানা এলাকায় থানা পুলিশ ও ডিবি পুলিশের একাধিক টিম মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। অস্ত্রসহ তিনজন গ্রেফতার ॥ খিলগাঁও থেকে বিদেশী পিস্তলসহ তিনজন অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছেÑ মোঃ রিপন মিয়া (২৬), মোঃ পাভেল অনিক (২৭) ও মোঃ নাজমুল হক অমিত (২৮)। এ সময় তাদের কাছ থেকে তিন রাউন্ড গুলিভর্তি একটি বিদেশী পিস্তল, ম্যাগজিন, মোটরসাইকেল ও ৪টি মোবাইল উদ্ধার করা হয়।
×