ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আরও ১৭৩ উপজেলা শতভাগ বিদ্যুতায়িত

প্রকাশিত: ২৩:০২, ২৫ সেপ্টেম্বর ২০২০

আরও ১৭৩ উপজেলা শতভাগ বিদ্যুতায়িত

স্টাফ রিপোর্টার ॥ পল্লী বিদ্যুতায়ন বোর্ড আরইবি আরও ১৭৩ উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের কাজ শেষ করেছে। শীঘ্রই উপজেলাগুলোকে শতভাগ বিদ্যুতায়িক উপজেলা হিসেবে ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হসিনা। আরইবি বলছে এর আগে আরও ২৮৮টি উপজেলাকে শতভাগ বিদ্যুতায়িত উপজেলা হিসেবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আরইবি বলছে তাদের ভৌগোলিক এলাকায় ৪৬২টি উপজেলা রয়েছে। যার মধ্যে ৪৬১টির শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন করা হলো। সরকারের শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের অংশ হিসেবে আরইবি এই কাজ করছে। পল্লী বিদ্যুত সমিতি আর এলাকার সব মানুষকে বিদ্যুত সংযোগ দেয়ার মধ্য দিয়ে এই কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালের ১৩ আগস্ট প্রথম ৬টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা দেন। সব শেষ গত ২৭ আগস্ট তিনি আরও ২৭ উপজেলাকে শতভাগ বিদ্যুতায়িত হিসেবে ঘোষণা দেন। আরইবি সূত্র বলছে তারা আরও ১৭৩ উপজেলায় ১০০ ভাগ বিদ্যুত পৌঁছে দিয়েছে। তবে এখনও সেগুলো উদ্বোধন হয়নি। তবে এসব উপজেলাকে শতভাগ বিদ্যুতায়িত উপজেলা হিসেবে ঘোষণার প্রস্তুতি নিচ্ছে আরইবি। আরইবি সূত্র বলছে তাদের ভৌগোলিক এলাকার এক হাজার ৫৯টি গ্রাম রয়েছে অফগ্রিড এলাকায় এসব গ্রামে বিদ্যুত পৌঁছে দেয়াই তাদের কাছে এখন প্রধান চ্যালেঞ্জ। তিন ধাপে এসব গ্রামে বিদ্যুত পৌঁছে দেবে আরইবি। প্রথম ধাপে ৬৪৬টি গ্রামে বিদ্যুত পৌঁছে দেয়ার কাজ শুরু করেছে আরইবি। এসব গ্রামকে চলমান কার্যক্রমের আওতায়ই বিদ্যুতায়িত করা সম্ভব। চলতি মাসের মধ্যেই গ্রামগুলোতে বিদ্যুত সংযোগ দেয়া সম্ভব হবে। তবে ২৯টি অতি দুর্গম গ্রাম ছাড়া বাড়ি ৩৮৪টি গ্রামে আগামী অক্টোবরের মধ্যে বিদ্যুত সরবরাহ শুরু করতে পারবে আরইবি। তবে ২৯টি অতি দুর্গম গ্রামের বেশিরভাগই পাহাড়ী এলাকায় হওয়াতে এসব গ্রামে সোলার মিনিগ্রিড এবং সাবমেরিন ক্যাবলের মাধ্যমে চলতি বছরের মধ্যেই বিদ্যুত পৌঁছে দেবে আরইবি। আরইবির মোট উপজেলা ৪৬২টির মধ্যে ৪৬১টি শতভাগ বিদ্যুতায়নের আওতায় এলেও পটুয়াখালীর রাঙ্গাবালি রয়ে গেছে এখনও সরবরাহর বাইরে।
×