ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টাকার অভাবে চিকিৎসা ব্যাহত নাজমুলের, সহযোগিতার হাত বাড়ান

প্রকাশিত: ২৩:০২, ২৫ সেপ্টেম্বর ২০২০

টাকার অভাবে চিকিৎসা ব্যাহত নাজমুলের, সহযোগিতার হাত বাড়ান

স্টাফ রিপোর্টার ॥ কিডনি রোগে আক্রান্ত নাজমুল ইসলাম বিপ্লবের (৩৭) চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন। চার বছর ধরে তিনি এই রোগে ভুগছেন। অনেক দিন ধরে তার ডায়ালাইসিস চলছে। সম্প্রতি অবস্থার অবনতি ঘটায় জরুরী ভিত্তিতে একটি কিডনি প্রতিস্থাপন করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। কিন্তু রোগীর পরিবারের পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সারাংপুর গ্রামে তার বাড়ি। পরিবারটির আর্থিক অবস্থা ভাল নয়। দীর্ঘদিন চিকিৎসা চালাতে গিয়ে পরিবারটির সহায় সম্বল শেষ হয়ে গেছে। বর্তমানে টাকার অভাবে তার চিকিৎসা চরমভাবে ব্যাহত হচ্ছে। এমতাবস্থায় নাজমুল ইলাম বিপ্লবের চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছে তার অসহায় পরিবার। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে ০১৭৭৪৯১৫৩১৫। আর সাহায্য দিন বিপ্লবের পিতা মোঃ মান্নান মিয়ার এই সঞ্চয়ী হিসাবে শাহজালাল ইসলাম ব্যাংক, নাগরপুর শাখা, টাঙ্গাইল, হিসাব নং -৪০৪ ৮১২ ১০০০০ ৭৭১৯। ঘোষণা ॥ দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে অথবা নগদ দিতে সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×