ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

করোনার ভ্যাকসিন

প্রকাশিত: ২৩:০১, ২৫ সেপ্টেম্বর ২০২০

করোনার ভ্যাকসিন

* আর ভ্যাকসিন ট্রায়াল নয়। * এবার রীতিমতো করোনাভাইরাস শরীরে অনুপ্রবিষ্ট করে ট্রায়াল। * ১৮ বছরের ভার্সিটি পড়ুয়া এলাসটেয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তার শরীরে করোনাভাইরাস জীবাণু অনুপ্রবেশের। * অক্সফোর্ড ভার্সিটির প্রফেসার হর্বি বলেন ব্যাপারটা খুবই আশাব্যঞ্জক হতে পারে। * যেহেতু এ বয়সে করোনা অল্প উপসর্গ তৈরি করে, তাই অনুপ্রবেশ করিয়ে দেখা যেতে পারে করোনা আক্রমণের ফলাফল। কীভাবে তারা কাজ কতটুকু এ্যান্টিবডি তৈরি হলো, কতদিন বা তারা শরীরে থাকল। * উপসর্গ বেশি হলে ওষুধ যা জানা আছে তা প্রয়োগ করা হবে। * এ গবেষণার ফলে সভ্যতার এই চরম সঙ্কট মুহূর্তে আশাপ্রদ ফল আনতে পারে বলে তাদের বিশ্বাস। ডাঃ এ টি এম রফিক উজ্জ্বল হলি ফ্যামিলি হাসপাতাল ০১৭১৫২৮৫৫৫৯
×